বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা: প্রার্থীপদ ঘোষণার পরেই প্রতারে নেমে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। আর প্রথমদিনেই প্রচারে বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়কের বক্তব্য ঘিরে বিতর্ক। কী বলেছেন বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার? এবারে নির্বাচনে (Parliament Election 2024) রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসার কথা চলছে রাজ্যে। ইতিমধ্যেই এসে পৌঁছেছে বেশ কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। বিধায়কের কথায় উঠে এসেছে সেই প্রসঙ্গ, তার সঙ্গে রয়েছে হুঁশিয়ারিও।
বিধায়কের হুঁশিয়ারি:
বিভাস সর্দার বলেন, 'যে বাহিনী আসছে, ওসব আমাদের কাছে কিছু নয়। ভোটের ১৫ দিন আগে ভোট হয়ে যাবে। এখানে মা লক্ষ্মীর বাহিনী আছে, সামনে দাঁড়ালে ওই বাহিনী ফিরে যাবে। তারপর যা হওয়ার হয়ে যাবে, কোনও চিন্তা নেই।' যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে পাশে বসিয়ে বিস্ফোরক বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক। কর্মীদের হুঁশিয়ারি দিলেন, '২৮৩ খানা বুথ আছে। ৩০৯ জন মেম্বার আছে। বুথ ভিত্তিক টার্গেট দেওয়া হয়েছে, ফল খারাপ হলে নেতৃত্বকে সমস্যায় পড়তে হবে।'
এ দিন বারইপুর ফুলতলায় একটি হলে কর্মীদের নিয়ে বৈঠক করেন যাদবপুর লোকসভা (Jadavpur Lok Sabha)কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব।
যাদবপুরে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেন, 'কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখানোর উদ্দেশে মাঠে নেমে থাকে তাহলে ভয় পেলে চলবে না। গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে। মানুষ ভোটের ১৫ দিন আগে মন বানিয়ে নেয় কাকে ভোট দেবে। মানুষ ৩৬৫ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজ ও উন্নয়ন দেখে মানুষ মন বানিয়ে নিয়েছে কত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর লোকসভা ও বাকি লোকসভা থেকে জেতাবে।'
বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপি (BJP on TMC) মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, '২০১৯ এর লোকসভা নির্বাচনে গোটা দক্ষিণ ২৪ পরগনা অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী মানুষকে নিরাপত্তা দিতে, ভোটদান প্রক্রিয়া অবাধে করতে সম্পূর্ণ ব্যর্থ না হলেও পুরোপুরি কাজ করে উঠতে পারেনি। কিন্তু ২০১৯ সালে থেকে ২০২৪-এর মাঝে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সাধারণ মানুষ এই কবছরে নিজের জীবন জীবিকা দিয়ে চিনেছে। আর কিছু সপ্তাহের অপেক্ষা, যাঁরা এখন নিজেদের বাঘ ভাবছে ভোটের দিন তাঁদের খুঁজে পাওয়া যাবে না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ?