কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি (BJP On Mamata)। অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে কমিশনে নালিশ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। 'চোর স্লোগান নিয়ে ময়নাগুড়ির সভা থেকে মমতার হুমকি। বোঝাই যাচ্ছে ভোটের পরে সন্ত্রাসে উস্কানি দেওয়া হচ্ছে', মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি বিজেপির।
সম্প্রতি ভোটের দিনক্ষণ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় সুর চড়িয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি, জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য নিয়েও নির্বাচন কমিশনের প্রসঙ্গও টেনে এনেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোনও দাঙ্গা করতে দেবেন না। ১৯ তারিখে প্রথম ভোট রেখেছে কেন জানেন? অন্নপূর্ণা পুজো আছে ১৫ তারিখ। অন্নপূর্ণা মা তো দাঙ্গা করতে বলেনি। ১৬ তারিখে, অষ্টমী। আর রামনবমী, সেটা হচ্ছে ১৭ তারিখে। ভোটের আগে দাঙ্গা বাঁধানোর খেলা। তারপরে রাম রাম করে আমার রামের প্রতি অশ্রদ্ধা নেই। কিন্তু দাঙ্গা করে ভোট করবেন না। দাঙ্গাকারীদের ছাড়ব না।' নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছিলেন। সুর চড়িয়ে সেবার পাল্টা জবাব দিয়েছিল বিজেপি-ও।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, বলেছিলেন বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে। ১৯ তারিখ ভোট কি বিজেপির সঙ্গে কথা বলে রেখেছে? বলেছিলেন তিনি।এর আগে কোচবিহারের সভা থেকে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তরজার কেন্দ্রে উঠে এসেছিল নির্বাচন কমিশনের ভূমিকা। প্রধানমন্ত্রী বলেছিলেন, 'এই তৃণমূলের গুন্ডারা আপনাদের ভোট দিতে আটকায়। সাহস নিয়ে থাকবেন। এইবার নির্বাচন কমিশন খুবই সজাগ।' মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,এটা রাজ্য়ের ভোট নয় কেন্দ্রের। যাঁর ভোট, যাঁর বিয়ে তিনি নিজেই পুরোহিত। অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে দেখে না। ওঁরা মারলেও দোষ নয়। গ্রেফতার করলেও দোষ নয়।'
আরও পড়ুন, 'ভোটের দিন উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণ হোক..', কমিশনকে চিঠি নিশীথের
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,নির্বাচন চলছে বলে তাই, MCC কোডের আওতায় আমরা আছি। তাই সবকিছুতেই নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে। আজ যদি নির্বাচন না থাকত, তাহলে আমি এক সেকেন্ডে বাড়িগুলোর টাকা দিয়ে দিতাম। টাকা আমাদের আছে। টাকা প্রশাসন রেডিও রেখেছে। কিন্তু নির্বাচন কমিশনকে আমাদের চিঠি লিখে অনুমতি নেওয়ার জন্য বলা হয়েছে। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, বিজেপির কথা শুনে দেরি করবেন না। মানুষগুলো আশ্রয়হীন অবস্থায় আছে। টাকাটা আছে। অনুমতিটা শুধু দিন। প্রশাসন টাকাটা দিয়ে আসবে। এতে বিজেপির আপত্তি কোথায়? শমীক ভট্টাচার্য বলেন,' আর কী করবে? একটা রাস্তা বানাতে পারে না। প্রচুর দুর্নীতি। এখন নির্বাচন কমিশনের দোষ।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।