শুভেন্দু ভট্টাচার্য ও অরিত্রিক ভট্টাচার্য, কোচবিহার: ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করার আর্জি জানালেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। নির্বাচন কমিশনের কাছে তাঁর সম্পর্কে একাধিক অভিযোগ করে, ইতিমধ্যেই চিঠি দিয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী (Cooch Behar BJP Candidate)।কমিশনের কাছে তাঁর আবেদন, ১৯ শে এপ্রিল কোচবিহারে ভোটের দিন যেনও তাঁকে বুথ এলাকার বাইরে বেরতে না দেওয়া হয়। সন্ত্রাসে মদত দেওয়া, উস্কানিমূলক বক্তব্য রাখা সহ, উদয়ন গুহর বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন নিশীথ প্রামানিক।এদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী পাল্টা জবাব দিয়ে বলেছেন ,' ভয় পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।'


'ভোটের দিন উদয়ন গুহকে তাঁর বুথ এলাকার মধ্যেই আটকে রাখা হোক'


ভোটের দিন উদয়ন গুহকে তাঁর বুথ এলাকার মধ্যেই আটকে রাখা হোক। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন জানালেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বিদায়ী সাংসদ গত ১৫ তারিখ লেখা চিঠিতে অভিযোগ করেছেন,উদয়ন গুহ সমস্ত গুন্ডাগিরির মাস্টারমাইন্ড। আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু থাকা সত্ত্বেও, প্রশাসনের অনুমতি নিয়ে করা আমার মিছিলে তিনি ২ বার হামলা চালিয়েছেন। জাতীয় মানবাধিককার কমিশন তাদের রিপোর্টে, ভোট পরবর্তী সন্ত্রাসে অভিযুক্ত হিসেবে তাঁর নাম উল্লেখ করেছে। উদয়ন গুহর ঘৃণাভাষণের কারণে বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হিংসায় উদ্বুদ্ধ হচ্ছে। তৃণমূলের দুষ্কৃতীদের মধ্যে ঘৃণাভাষণের জন্য বিখ্যাত উদয়ন গুহ। 


'এটা আমরা দাবি রাখছি'


কোচবিহার নাটাবাড়ি বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন,'নির্বাচনের দিন এই সন্ত্রাসকারী, এই রোহিঙ্গাদের আশ্রয়দাতা, এই গরু পাচারকারীদের প্রশ্রয়দাতা, হার্মাদদের পোষণ করার নেতা, উদয়ন গুহকে যাতে তাঁর ঘরে আটকে রাখা হয়, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেনও নির্বাচন কমিশন করে। এটা আমরা দাবি রাখছি।'


আরও পড়ুন, রামনবমী উপলক্ষে রাজ্যজুড়ে শোভাযাত্রা গেরুয়া শিবিরের


নিশীথ প্রামাণিকের দিকে তেড়ে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী


উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ পাল্টা বলেন,গত মাসেই দিনহাটায় প্রকাশ্য রাস্তায় কার্যত সম্মুখ সমরে জড়িয়ে পড়েন কোচবিহারের দুই হেভিওয়েট নেতা। দুই মন্ত্রীর সংঘাতে তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে তেড়ে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অশান্তির মধ্যে মাথা ফাটে এসডিপিও-র। নির্বাচন কমিশনের কাছে উদয়ন গুহ সম্পর্কে একাধিক অভিযোগ করে, ইতিমধ্যেই চিঠি দিয়েছেন নিশীথ প্রামাণিক। এই প্রেক্ষিতেই ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট কোচবিহারে। নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আর্জি, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ যেন ভোটের দিন নিজের বুথ এলাকার বাইরে যেতে না পারেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।