নয়াদিল্লি : চলছে লোকসভা ভোট। চার দফা শেষ। এখনও বাকি তিন দফা। নির্বাচনী লড়াইয়ে বাজিমাত করতে চেষ্টার কোনও খামতি রাখছে না কোনও রাজনৈতিক দলই। মিছিল-সভা-সমাবেশ-পথসভা তো রয়েছেই। সঙ্গে ফ্ল্যাগ-ব্যানার-হোর্ডিংয়ের মাধ্যমে নিজেদের প্রার্থী পরিচিতি থেকে শুরু করে ক্ষমতায় এলে কী করতে চায় তারা সবই তুলে ধরছে রাজনৈতিক দলগুলি। আরও একটি উপায়ে আমজনতার কাছে পৌঁছে যেতে চাইছে তারা। এই মুহূর্তে দাঁড়িয়ে যা অন্যতম সেরা মাধ্যম। বিজ্ঞাপনী প্রচার। আর এই খাতে একদম শীর্ষে রয়েছে বিজেপি। নির্বাচনী প্রচার খাতে তারা সবার প্রথম ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। তাদের পরেই রয়েছে কংগ্রেস। শতাব্দী প্রাচীন এই দল এখনও পর্যন্ত প্রচারের খাতে খরচ করেছে ৬২ কোটি টাকার বেশি। 




প্রথম পাঁচে রয়েছে কোন কোন দল ?



  • বিজেপি- ১৩৫ কোটি টাকা

  • কংগ্রেস- ৬২.১ কোটি টাকা

  • ডিএমকে- ২৯.৫ কোটি টাকা

  • ওয়াইএসআর কংগ্রেস পার্টি- ১৫ কোটি টাকা

  • ভারত রাষ্ট্র সমিতি- ১২.১ কোটি টাকা