সুনীত হালদার, হাওড়া: আমতার ভাটোরা দ্বীপ অঞ্চলে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর (BJP Leader House Attacked)। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।


বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল 


গতকাল রাতে আমতা বিধানসভা এলাকার বিজেপির ৪ নং মন্ডলের সাধারণ সম্পাদক সমীর পাত্রের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সমীর পাত্রের অভিযোগ,'গতকাল রাতে তার বাড়ির কাছে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিল তৃণমূলের লোকজন। গভীর রাতে হঠাৎ করে মদ্যপ অবস্থায় ৪০ থেকে ৫০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তার বাড়িতে হামলা চালায়।' 


' ভাটোরা দ্বীপ অঞ্চলে সংগঠক হওয়ার কারণে তার উপরেই হামলা'


সাউন্ড ব্যবসায়ী সমীর পাত্রের বাড়িতে থাকা মাইকের যন্ত্রপাতি, বাড়ির ফ্রিজ, এসি মেশিন- সহ সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে। বাড়িতে হামলার সময় সমীর পাত্র পিছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে কোনও রকমে  প্রাণ বাঁচান। বিজেপি নেতা সমীর পাত্রের অভিযোগ, ভাটোরা দ্বীপ অঞ্চলে সংগঠক হওয়ার কারণে তার উপরেই হামলা। তাঁর প্রাণনাশের চেষ্টা হয় বলেও তিনি অভিযোগ করেন।  


'তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই আতঙ্ক সৃষ্টি করছে'


বিজেপি নেতার বাড়িতে হামলা  প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি তথা উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুন উদয় পাল চৌধুরী বলেন, 'তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই তারা আতঙ্কের আবহ সৃষ্টি করছে। দলদাস পুলিশের সাহায্য নিয়ে তারা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের সভাপতি অরুনাভ সেন বলেন এটা বিজেপির অভ্যাস। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেখানে যা ঘটনা ঘটছে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।'


 আরও পড়ুন, 'BJP প্রার্থীকে কুরুচিকর আক্রমণ..', অভিষেককে নিয়ে ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের


 ভোটের বঙ্গে রাজনৈতিক অশান্তি অব্যাহত। সম্প্রতি কাঁথিতে বিজেপির প্রচার মিছিলে ইট ছোড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারেও বিজেপি নেতাকে মারধর ও দোকানে ভাঙচুর করা হয়েছিল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  ভোট প্রচারে বেরিয়ে হামলার শিকার। রাজ্যের দুই প্রান্তের একাধিক ঘটনায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।