সন্দীপ সরকার, প্রকাশ সিনহা, কলকাতা : পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। আর সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর। কোথাও রক্তারক্তি, কোথাও এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। অভিযোগ, পাল্টা অভিযোগ। কেন্দ্রে কেন্দ্রে প্রার্থীরা নেমেছেন রাস্তায়।
হুগলিতে বাম কর্মীদের ভয় দেখানোর অভিযোগ
গতকাল রাত থেকেই দলীয় কর্মীদের ভয় দেখানোর অভিযোগ আসছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। সকালেও অভিযোগ পেয়েছি, কয়েকটি বুথে এজেন্টকে বসতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে। 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন ছাপ্পা ভোট না করালে জিততে পারবেন না, তাই এই ঘটনা'। ভোট শুরুর আগে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে আক্রমণ শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের।
এবার ভোট ঘোষণার পর থেকেই নজরে শ্রীরামপুর কেন্দ্র। সেখানে বারবার তুঙ্গে উঠেছে দীপ্সিতা - কল্যাণ বাগযুদ্ধ। কখনও প্রচারে বেরিয়ে স্লোগান-ফাইটে মুখোমুখি হয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। দীপ্সিতাকে দেখে জয় বাংলা ও সিপিএম হঠাও স্লোগান তুলেছেন কল্যাণ। পাল্টা স্লোগান দেয় সিপিএমও।
এছাড়াও কল্যাণকে 'মিস্টার ইন্ডিয়া' বলে কটাক্ষ করেন বাম প্রার্থী। আর দীপ্সিতাকে 'মিস ইউনিভার্স' বলে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। এখন শ্রীরামপুরের মানুষ কাকে বেছে নেয়, সেটাই দেখার।
মাথা ফাটল বিজেপি উপপ্রধানের
ভোটের আগে আরামবাগেও অশান্তির ছবি। খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রাতে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূলের বাইক বাহিনী। বিজেপি নেতা-সহ কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়।আহত হন বিজেপি উপপ্রধান-সহ ৫ বিজেপি কর্মী। অন্যদিকে, আরামবাগে মলয়পুর ১ নম্বর অঞ্চলের বালিয়া গ্রামে তৃণমূল কর্মী শ্যামল রায়ের ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি।
আমডাঙায় বিজেপি এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ
৩টি বুথে এজেন্টদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ করলেন অর্জুন সিং। পার্থ ভৌমিক খেলা বন্ধ করুন। ভোটের দিন সকালে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর।
আরও পড়ুন :
ভোটের সব খবর এক ক্লিকে এখানে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে