রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে দিয়েছিলেন। লোকসভা ভোট (Election 2024) চলাকালীন সেই বিজেপি কর্মীর বাড়িতেই (BJP worker House Destroyed) ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। হামলা-যোগ অস্বীকার করেছেন তৃণমূল উপপ্রধান।


যা জানা গেল...
এই রাজ্য়ে ভোট চলাকালীন হিংসা, রক্তপাতের অভিযোগ অজানা নয়। সেই তালিকায় ফের সংযোজন বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। অভিযোগ, যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখনে ব্যস্ত ছিলেন ওই কর্মী। চলছিল, বিজেপির পতাকা, ব্যানার লাগানোর কাজও। অভিযোগ, সে কারণেই তৃণমূল কর্মীদের রোষানলে পড়েন তিনি। আরও শোনা যাচ্ছে, প্রতিদিন তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। গত কাল রাতে আর হুমকি নয়, স্রেফ বাড়ি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করেছেন তৃণমূল উপপ্রধান। 


প্রেক্ষাপট...
চলতি ভোটের মরশুমে অশান্তি, রক্তপাত, অস্ত্র উদ্ধার, প্রাণহানির খবর এই প্রথম নয়। সোমবারই যেমন হুগলির পান্ডুয়ার বোমা বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়। হাত উড়ল এক জনের।  আশঙ্কাজনক অবস্থায় ২ জন হাসপাতালে ভর্তি। কিশোরের মৃত্যুতে পাণ্ডুয়ায় তুলকালাম, জিটি রোড অবরোধ করে বিজেপি। 'তৃণমূলের দুষ্কৃতীরা শক্তি প্রদর্শন করছে'', এনআইএ তদন্তের দাবি করে অভিযোগ করেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। একদিকে যখন এই ঘটনা, যখন দক্ষিণ ২৪ পরগনা জেলারই নরেন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত অভিযোগে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, গত ২৬ এপ্রিল, দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন দুপুরে সন্দেশখালিতে, সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় হইচই পড়ে গিয়েছিল। প্রথমে CBI-এর তল্লাশি অভিযান তার পর তাঁদের তলবে NSG-র কমান্ডোদের ঘটনাস্থলে পৌঁছনো, অত্যাধুনিক রোবট- সব মিলিয়ে টানটান মুহূর্তের সাক্ষী থেকেছেন এই রাজ্য়ের মানুষ। পরে অবশ্য বিষয়টি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। শাহজাহান-ঘনিষ্ঠের ডেরা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধারের গোটা পর্ব আদৌ সত্যি নাকি গোটাটাই সাজানো ছিল, তা নিয়ে সংশয় দেখা দেয়। এর মধ্যেই আবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শেষ পঞ্চায়েত নির্বাচনের আগেও একই ধরনের ঘটনার কথা শোনা গিয়েছিল রাজ্যের নানা প্রান্তে। গত বছর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েই বস্তাভর্তি বোমা উদ্ধার করেছিল পুলিশ। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


 


 


আরও পড়ুন:আজ ক'টায় সুপ্রিম কোর্টে SSC-শুনানি, যোগ্য-অযোগ্য তালিকা দেবে এসএসসি?