নয়াদিল্লি: আগামীকাল ৪ জুন ভোট গণনা হবে। এদিকে নির্বাচন কমিশনের কাছে, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হোক, বলে দাবি জানায় বিরোধী জোট I.N.D.I.A । এদিন সাংবাদিক সম্মেলন করে, গণনা প্রক্রিয়ার নিয়মে বদল করা হবে না বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন , 'সিস্টেমে কোনও সমস্যা নেই, গণনা নির্বিঘ্নেই হবে। কড়া নজরদারিতে রাখা রয়েছে ইভিএম। এআরও টেবিলে কাউন্টিং এজেন্ট বসতে পারবেন। গণনা নিয়ে বিরোধীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।'
মূলত ২০১৯ সাল অবধি লোকসভা ভোটের গণনায়, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হত। এই গণনার ফল প্রকাশ না করা অবধি, ইভিএম গণনার চূড়ান্ত ফলও তখন প্রকাশ্যে আনা হত না। বিরোধীদের অভিযোগ, এখন এই নিয়মে বদল আনা হয়েছে।রাজীব কুমার বলেন,' গতকাল বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিদের তরফে কিছু দাবি জানানো হয়েছিল। আমি সব কিছু মেনে নিয়েছি। ওদের বক্তব্য ছিল যে, কন্টোল ইউনিটক-কে সিসিটিভি-র আওতায় আনা হোক। ভেরিফিকেশন অব কারেন্ট ডেট অ্যান্ড টাইমও দেখা হবে। শুরু এবং শেষের সময় দেখাতে হবে, এই দাবিও মেনা নেওয়া হয়েছে। রাজীব কুমারের কথায়, অবশ্যই এগুলি দেখাোনো হবে। এটাও মেনে নিয়েছি।..প্রতিটি রাউন্ডও ডিসপ্লে বোর্ডে দেখানো হবে। ৭০ সাল থেকে এই নিয়ম চলে আসছে।'
দেশের বিভিন্ন প্রান্তিক স্টেশনের মানুষদের নিয়েও তাঁকে এদিন কথা বলতে শোনা যায়। তিনি মনে করিয়ে দেন, এদের উপর যখন অভিযোগ ওঠে, ভাবুন কতটা খারাপ লাগে, ওরা মনে আঘাত পায়। আমি ওনাদের জন্য ধন্য়বাদ জানাতে চাই।' এখানেই শেষ নয়, এনিয়ে তিনি নিজের লেখা একটি শায়েরিও শোনান। তিনি বলেন, 'রাষ্ট্রের গণতন্ত্র মজবুত করতে, জাতীয় পতাকাকে নিজস্থানে নিজ মর্যাদায় রেখে দিতে, যারা ঝড়-বৃষ্টি, গরম সবকিছুকে উপেক্ষা করে নিজেদের দায়িত্ব পালন করেছেন, তাঁদের সকলকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাই।'
আরও পড়ুন, ভোটে সন্দেশখালিতে 'পুলিশের ওপর হামলায়' গ্রেফতার ৫ BJP কর্মী
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।