কলকাতা: অশান্তি নিয়েই শেষ হয়েছে আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। বাংলার জেলায় জেলায় এদিন তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। প্রার্থীর উপর হামলা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর উপরও চলেছে আক্রমণ। বাদ যায়নি সংবাদ মাধ্যমও। তবে এদিন ভোট শেষ হতেই সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী কমিশনার আরিজ আফতাব (Chief Electoral Officer Aariz Aftab )জানিয়েছেন, 'আজকের ভোট শান্তিপূর্ণ ছিল। ' 


 মুখ্য নির্বাচনী কমিশনার আরিজ আফতাবজানিয়েছেন,' আজকে আপনারা জানেন, রাজ্যে মোট ৮ টি কেন্দ্রে ভোট হয়েছে। আজ প্রায় ১ কোটি ৪৫ লক্ষ ৩৪ হাজার ২২৮ জন ভোট দিয়েছেন।' তিনি বলেন, 'এর মধ্যে ৪ লক্ষের উপরে ভোট দিয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। অর্থাৎ এরা প্রথমবার ভোট দিয়েছেন।'  মোট ২১০০ অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। এদিন অশান্তির ঘটনায় কোথায় কেমন গ্রেফতার হয়েছে, সেকথাও তিনি উল্লেখ করেছেন।মোট ৩১৮ গ্রেফতার হয়েছে এদিন। পুরুলিয়ায় গ্রেফতারের সংখ্যা শূন্য, ঝাড়গ্রামে ২ গ্রেফতার হয়েছে। বাঁকুড়ায় ১২ জন, পূর্ব বর্ধমানে ২২ জন, পূর্ব মেদিনীপুরে ২৪৭ জন , পশ্চিম মেদিনীপুরে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।'


মুখ্য নির্বাচনী কমিশনার আরিজ আফতাব এদিন বলেন, 'আজকের ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, বলে  জানিয়েছেন তিনি। গড়বেতার ভোটকেন্দ্রে একটা ঘটনা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।' প্রসঙ্গত, ঝাড়গ্রাম লোকসভার গড়বেতার মোগলাপোতায় তুলকালাম। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন এদিন বিজেপি প্রার্থী প্রণত টুডু। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথরবৃষ্টিও করা হয়েছে বলে অভিযোগ। ইটের ঘায়ে মাথা ফাটে প্রার্থীর নিরাপত্তা রক্ষী CISF জওয়ানের। এবিপি আনন্দর গাড়িও ভাঙচুর করা হয়। পালিয়ে বাঁচেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী।


এবিপি আনন্দর গাড়িতে এলাকা ছাড়েন দুই CISF জওয়ান। গড়বেতার ১৯৮ ও ২০০ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে যান প্রণত টুডু। বুথের ৫০ মিটারের মধ্যে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। নিরাপত্তা রক্ষী না থাকলে বেঁচে ফিরতে পারতেন না, প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি, দাবি বিজেপি প্রার্থীর। তাণ্ডবের পর বেশ কিছুক্ষণ পর ওই গ্রামে যায় QRT। গড়বেতার ঘটনায় অ্যাকশন টেকন রিপোর্ট চায় কমিশন। আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ CEO-র। 


আরও পড়ুন, ধেয়ে আসছে রেমাল, গাছ ভরা আমের কী হবে ? ক্ষতির আশঙ্কায় কপালে ভাঁজ ব্যবসায়ীদের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।