WBBSE Madhyamik 10th Result 2024 Live: মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়, এবারও টেক্কা জেলার
West Bengal Board Madhyamik Result 2024 LIVE: মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ।
প্রকাশিত ২০২৪ সালের মাধ্যমিকের ফল। স্থান পেয়েছেন মোট ৫৭ জন। এ বারের মাধ্যমিকের মেধাতালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে। প্রথম স্থানে রয়েছে একজন। কোচবিহারের রামভোলা হাইস্কুলের পড়ুয়া। দ্বিতীয় স্থানে রয়েছেন একজন। তৃতীয় স্থানে রয়েছেন ৩ জন। চতুর্থ ও পঞ্চম স্থানে ১ জন করে। দশম স্থানে রয়েছেন মোট ১৮ জন।
মাধ্যমিকে (WB Board Madhyamik Result 2024) প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন। রামভোলা হাইস্কুলের ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৩। কেমন ছিল ফল জানার মুহূর্ত? কীভাবে এল এই সাফল্য? আগামীর পরীক্ষার্থীদের জন্য তাঁর কী পরামর্শ? বরাবরই মেধাবি ছাত্র চন্দ্রচূড়। মেধাতালিকায় নাম থাকবে তা নিয়েও ছিলেন আশাবাদী ছিলেন তিনি। এই সাফল্য শুধু যে তার কৃতিত্ব নয়, তাও স্পষ্ট করে দিয়েছেন চন্দ্রচূড়। প্রথম স্থানাধিকারী পডুয়া মনে করে কৌতুহল থাকলেই শেখা সম্ভব।
প্রকাশিত ২০২৪ সালের মাধ্যমিকের ফল। এবার মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ৫৭ জন। সারা বাংলা থেকেই পরীক্ষার্থীরা জায়গা পেয়েছেন মেধাতালিকায়। এ বারের মাধ্যমিকের মেধাতালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে। প্রথম স্থানে রয়েছে একজন। কোচবিহারের রামভোলা হাইস্কুলের পড়ুয়া।
আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৪ এর ফলাফল। এ বছর এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। মাধ্যমিকে এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন মাধ্যমিকের কৃতীদের নাম ঘোষণা করেন। প্রচলিত রীতি অনুযায়ী, মাধ্যমিকে মেধাতালিকা ঘোষণার পরই জানিয়ে দেওয়া হয় পরের বছরের মাধ্যমিকের দিনক্ষণ। এবছর অবশ্য সে পথে হাঁটল না মধ্যশিক্ষা পর্ষদ।
বিস্তারিত পড়ুন- আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু? কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ?
ABP Ananda-কে চন্দ্রচূড় জানিয়েছে, পড়াশোনা নির্দিষ্ট রুটিনে বেঁধে করত না চন্দ্রচূড়। তার পছন্দ বিরতি নিয়ে নিয়ে পড়া। তার কথায়, "সময়ানুবর্তিতা একটা বিষয় ছিল। তবে এমন নয় বাঁধা কোনও রুটিনে চলেছি। যখন মনে হত এখন পড়া দরকার তখন পড়তাম। ইচ্ছেমতো পড়েছি। যখন ইচ্ছে হয়েছি পড়তে বসেছি। প্রতিদিন এই সময়ের মধ্যে পড়তে হবে এরকম কোনও বাধা নিয়ম ছিল না। জীববিদ্যা পছন্দের বিষয়। পাশাপাশি রসায়ন, পদার্থবিদ্যা এবং অঙ্কও ভাল লাগে। প্রথম পাঁচে থাকব এটা ভাবছিলাম। তবে আমার থেকেও বেশি আশা করেছিলেন আমার প্রিয়জনেরা।
এবার মাধ্যমিকে প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। রামভোলা হাইস্কুল কোচবিহারের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। ফার্স্ট বয়ের রেজাল্ট কেমন , সে কোন বিষয়ে কত নম্বর পেল, তা জানার আগ্রহ থাকে অনেকেরই। এবিপি আনন্দ-র ওয়েবসাইট থেকে পাওয়া গেল চন্দ্রচূড়ের রেজাল্ট। চন্দ্রচূড়ের প্রথম ভাষা বাংলা। প্রাপ্ত নম্বর ৯৯। দ্বিতীয় ভাষা ইংলিশ, তাতেও সে পেয়েছে ৯৯ । অঙ্কে ১০০ য় ১০০ পেয়েছে চন্দ্রচূড়। পদার্থবিদ্যায় চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর ৯৭। জীবন বিজ্ঞানেও ফুল মার্কস পেয়েছে মাধ্যমিকের ফার্স্ট বয়। ইতিহাসে তার প্রাপ্ত নম্বর ৯৮। ভূগোলে সে পেয়েছে ১০০ ।
বিস্তারিত পড়ুন- কোন বিষয়ে কত নম্বর পেল মাধ্যমিকের ফার্স্ট বয় ? এক নজরে চন্দ্রচূড়ের মার্কশিট
লোকসভা নির্বাচনের মধ্যেই এবার মাধ্যমিকের ফলপ্রকাশ। বৃহস্পতিবার সকাল ৯টায় এ বছরের মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ফল ঘোষণার পাশাপাশি সকাল ৯টা ৪৫ থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই এইরকম ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে।
মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় প্রথম স্থানাধিকারী। কীভাবে প্রস্তুতি নিয়েছিল? কতটা আশাবাদী ছিল ফল নিয়ে? এবিপি আনন্দে জানাল চন্দ্রচূড়। তার কথায়, "সময়ানুবর্তিতা একটা বিষয় ছিল। তবে এমন নয় বাধা কোনও রুটিনে চলেছি। যখন মনে হত এখন পড়া দরকার তখন পড়তাম। ইচ্ছেমতো পড়েছি। যখন ইচ্ছে হয়েছি পড়তে বসেছি। প্রতিদিন এই সময়ের মধ্যে পড়তে হবে এরকম কোনও বাধা নিয়ম ছিল না। জীববিদ্যা পছন্দের বিষয়। পাশাপাশি রসায়ন, পদার্থবিদ্যা এবং অঙ্কও ভাল লাগে। প্রথম পাঁচে থাকব এটা ভাবছিলাম। তবে আমার থেকেও বেশি আশা করেছিলেন আমার প্রিয়জনেরা।''
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন । তোমাদের আগামী দিনগুলি সাফল্যমন্ডিত হোক, এই প্রার্থনা করি।
মাধ্যমিকের মেধাতালিকায় (Madhyamik Meril List)) তৃতীয় স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯১। 'পুরো কৃতিত্বই স্কুলের। কম সময় পেতাম আমি। সেভাবে পড়াতাম না যখন বাড়ি আসত। স্কুলেই সব পড়াশোনা হয়েছে।' নৈঋতরঞ্জন মেডিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছেন তিনি। ছেলে যেভাবে পড়াশোনা করতে চায় সেভাবেই তিনি পাশে থাকতে চান বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন- সেলফ স্টাডিতেই সাফল্য তৃতীয় নৈঋতরঞ্জনের! বাবা কৃতিত্ব দিলেন স্কুলকেই
৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। পাসের হার ৮৬ শতাংশের বেশি। এবারও টেক্কা জেলার। শীর্ষে কালিম্পং, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। রাত জেগে পড়াতেই বেশি স্বচ্ছন্দ মাধ্যমিকের দ্বিতীয় সাম্যপ্রিয়, এখন পাখির চোখ ডাক্তারি পড়া। বিস্তারিত পড়ুন- রাত জেগে পড়াতেই বেশি স্বচ্ছন্দ মাধ্যমিকের দ্বিতীয় সাম্যপ্রিয়, এখন পাখির চোখ ডাক্তারি পড়া
ভোট-পর্বের মধ্যেই পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। মাধ্যমিকে এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। তৃতীয় হয়েছেন বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি। কীভাবে সাফল্য লাভ? কীভাবে পড়লে মাধ্যমিকে ভাল নম্বর পাওয়া সম্ভব? এদিন এবিপি আনন্দকে পুষ্পিতা বলেন, 'আমার সাফল্যর নেপথ্যে আমার মা-বাবা, স্কুলের শিক্ষকদের অবদান রয়েছে অনেকটাই। আমি প্রায় প্রতিদিনই স্কুলে যেতাম। আর স্কুলের সময় বাদ দিয়ে আমি ১০ ঘণ্টা পড়াশোনা করার চেষ্টা করতাম। ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হতে চাই। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালবাসি।'
এবারও টেক্কা জেলার। এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে কলকাতা রয়েছে ৩ নম্বরে, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। এবছর মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। যার মধ্যে জয়জয়কার জেলার।
মাধ্যমিকে এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২। মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৩ জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের নৈঋতরঞ্জন পাল। চতুর্থ হয়েছে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের। তপোজ্যোতি মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৯০। ৬৮৯ নম্বর পেয়ে মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক
মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এবিপি আনন্দের ওয়েবসাইটের এই লিঙ্কে ক্লিক করলেই দেখা যাবে ফলাফল। ক্লিক করুন-
ভোট-পর্বের মধ্যেই পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। ছাত্রীদের পাসের হার ৬.৯০%
মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী হয়েছেন সাম্যপ্রিয় গুরু। তিনি পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। তিনি আগামী দিনে চিকিৎসক হতে চান, এমনটাই জানান।
পাসের হারে প্রথম কালিম্পং ৯৬। দ্বিতীয় পূর্ব মেদিনীপুর। তৃতীয় কলকাতা। চতুর্থ পশ্চিম মেদিনীপুর। গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর পাসের হার ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%
প্রথম চন্দ্রচূড় সেন, রামভোলা হাইস্কুল, কোচবিহার (৬৯৩)
দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল (৬৯২)
তৃতীয় উদয়ন প্রসাদ, বালুরঘাট হাইস্কুল (৬৯১)
তৃতীয় পুষ্পিতা বাঁশুরি, বীরভূম নিউ ইন্টিগ্রেটেড হাইস্কুল (৬৯১)
তৃতীয় নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (৬৯১)
চতুর্থ তপোজ্যোতি মণ্ডল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন (৬৯০)
'এই রেজাল্টের পিছনে আমার মা বাবা, শিক্ষকরা রয়েছেন। আগামী দিনে মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে', জানালেন এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন
এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। পাসের হারে ২ নম্বরে পূর্ব মেদিনীপুর, তিনে কলকাতা। মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ। গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার। প্রথম দশে আছেন ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে মোট ৮ জন পরীক্ষার্থী জায়গা পেয়েছেন তালিকায়। মাধ্যমিকের ৬০ শতাংশের বেশি পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন
তৃতীয় স্থানে রয়েছেন বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ প্রাপ্ত নম্বর ৬৯১, বীরভূমের পুষ্পিতা বাসুরি প্রাপ্ত নম্বর ৬৯১, তৃতীয় স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতারঞ্জন পাল, প্রাপ্ত নম্বর- ৬৯১।
এ বছর মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ, তৃতীয় স্থান পেয়েছেন বীরভূমের সুস্মিতা বাঁশুরি, দক্ষিণ ২৪ পরগনার নৌঋত রঞ্জন পালও
প্রথম দশে আছেন ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে মোট ৮ জন পরীক্ষার্থী জায়গা পেয়েছেন তালিকায়। মাধ্যমিকের ৬০ শতাংশের বেশি পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন
দক্ষিণ ২৪ পরগনা-৮
দক্ষিণ দিনাজপুর- ৭
পূর্ব বর্ধমান- ৭
পূর্ব মেদিনীপুর-৭
বাঁকুড়া- ৪
মালদা-৪
পশ্চিম মেদিনীপুর- ৪
বীরভূম- ৩
উঃ ২৪ পরগনা - ২
কোচবিহার-২
হুগলি- ২
নদিয়া- ১
হাওড়া- ১
পুরুলিয়া- ১
কলকাতা- ১
এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। পাসের হারে ২ নম্বরে পূর্ব মেদিনীপুর, তিনে কলকাতা। মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ। গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার- ৮৬.৩১।
এ বছর মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ করছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ
মাধ্যমিকের ফল প্রকাশ। রেজাল্ট দেখার সময় রোল নম্বরের পাশাপাশি জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে।
আজ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী।
মাধ্যমিকের ফল প্রকাশ করছে বোর্ডের সভাপতি। চোখ রাখুন এবিপি আনন্দের ওয়েবসাইট- wb10.abplive.com- এ
সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এবিপি আনন্দের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে রেজাল্ট দেখার সুযোগ রয়েছে।
কীভাবে মোবাইলে এসএমএস- এ নম্বর দেখা যাবে?
১। মোবাইলের এসএমএস- এ যান
২। এরপর WB 10 Roll Number (নিজের রোল নম্বরটি দিন) এই ফর্ম্যাটে টেক্সট মেসেজ লিখুন
৩। মেসেজটি পাঠিয়ে দিন 56070/56263- এই নম্বরে
রেজাল্টের দিনই মার্কশিট হাতে পাবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা, খবর সূত্রের। প্রকাশিত হতে চলেছে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল
আজ মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল পৌনে ১০টা থেকে অনলাইনে রেজাল্ট। লগইন করুন এবিপি আনন্দর ওয়েবসাইট wb10.abplive.com-এ।
মাধ্যমিকের ফল কীভাবে জানবেন? ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। দিতে হবে শুধু রোল নম্বর। ক্লিক করতে হবে সার্চ বাটনে।
মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই এইরকম ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে।
আজ মাধ্যমিকের ফলপ্রকাশ। ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। দিতে হবে শুধু রোল নম্বর। ক্লিক করতে হবে সার্চ বাটনে।
লোকসভা নির্বাচনের মধ্যেই এবার মাধ্যমিকের ফলপ্রকাশ। বৃহস্পতিবার সকাল ৯টায় এ বছরের মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ।
প্রেক্ষাপট
কলকাতা: মাধ্যমিকের (Madhyamik Result 2024) ফলপ্রকাশ। ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে (wb10.abplive.com)। দিতে হবে শুধু রোল নম্বর। ক্লিক করতে হবে সার্চ বাটনে।
মাধ্যমিকের ফল দেখা যাচ্ছে- এই লিঙ্কে। ক্লিক করুন
লোকসভা নির্বাচনের মধ্যেই এবার মাধ্যমিকের ফলপ্রকাশ। বৃহস্পতিবার সকাল ৯টায় এ বছরের মাধ্যমিকের ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যান্য বারের মতো এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -