WBBSE Madhyamik 10th Result 2024 Live: মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়, এবারও টেক্কা জেলার

West Bengal Board Madhyamik Result 2024 LIVE: মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ।

ABP Ananda Last Updated: 02 May 2024 03:21 PM

প্রেক্ষাপট

কলকাতা: মাধ্যমিকের (Madhyamik Result 2024) ফলপ্রকাশ। ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে (wb10.abplive.com)। দিতে হবে শুধু রোল নম্বর। ক্লিক করতে হবে সার্চ বাটনে। মাধ্যমিকের ফল দেখা যাচ্ছে- এই লিঙ্কে। ক্লিক করুন লোকসভা নির্বাচনের...More

Madhyamik Result LIVE Updates: মাধ্যমিকে কোন স্থানে কতজন রয়েছে?

প্রকাশিত ২০২৪ সালের মাধ্যমিকের ফল। স্থান পেয়েছেন মোট ৫৭ জন। এ বারের মাধ্যমিকের মেধাতালিকায় সবচেয়ে বেশি স্থান পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে। প্রথম স্থানে রয়েছে একজন। কোচবিহারের রামভোলা হাইস্কুলের পড়ুয়া। দ্বিতীয় স্থানে রয়েছেন একজন। তৃতীয় স্থানে রয়েছেন ৩ জন। চতুর্থ ও পঞ্চম স্থানে ১ জন করে। দশম স্থানে রয়েছেন মোট ১৮ জন।