কমলকৃষ্ণ দে, বর্ধমান: ফের চেনা মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে (Lok Sabha Election 2024) এবার তাঁকে প্রার্থী করেছে বিজেপি। সেখানে প্রচারে গিয়ে হুঁশিয়ারির সুর দিলীপের গলায়। তাঁর মতে, 'কেউ গ্রামছাড়া করলে, তাকে রাজ্যছাড়া করব'। বর্ধমানে গিয়ে ফের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।


বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভার নাড়ি এলাকায় প্রাতর্ভ্রমণে বেরোন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দিলীপের সামনে এক বিজেপি কর্মী দাবি করেন, গতবার ভোটের পর তাঁকে ঘরছাড়া করা হয়। বিজেপি প্রার্থীর পরামর্শ, 'এবার আগেভাগে বলতে শুরু করুন, ভোটের পর যাতে ওদের ঘর ছাড়তে না হয়, তার ব্যবস্থা করতে'। এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে গুড়-ছোলা খান দিলীপ ঘোষঅনুব্রত মণ্ডলের গুড়-বাতাসার পাল্টা দাওয়াই এবার গুড়-ছোলা? দিলীপের জবাব, 'পাল্টা তো জনগণ দিয়েছে। আমরা জনগণের শক্তি বাড়াতে গুড়-ছোলা খাই।'


এবারই নতুন নয়, সোজা-সাপটা জবাবের জন্য রাজনীতির ময়দানে পরিচিত দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি বক্তব্য রেখেছিলেন দিলীপ। সেই বক্তব্যে জন্য দল তাঁকে শোক কজ করে। ওই ঘটনাতেই তাঁকে শোকজ করেছিল নির্বাচন কমিশনও। 


কদিন আগেই দুর্গাপুর শহরে একটি চা চক্রের অনুষ্ঠানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। বিজেপি ও তৃণমূলের মধ্যে হাতাহাতিও হয়েছিল। তার পরের দিনই লাঠি হাতে প্রচারে নেমেছিলেন তিনি। তারও কদিন আগে তাঁর একটি বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, 'দাদাগিরি এখনও শুরু করিনি। ওরা কামারের ঘা দেখেনি। যেদিন মারব সিধে হয়ে যাবে।' এরই মধ্যে একসময় নির্বাচন কমিশনকে মেসোমশাই বলেও কটাক্ষ করেছিলেন।


ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। তাঁকে নিয়েও একবার একটি মন্তব্য় করেছিলেন দিলীপ ঘোষ। প্রবল বিতর্ক হয়েছিল সেটা নিয়েও। বিজেপি কর্মীদের গায়ে হাত তুলতে এলে তৃণমূলের কর্মীদের পেটানোর নিদান দিয়েছিলেন তিনি। পাশাপাশি কীর্তি আজাদকে ধাক্কা দেওয়ার পরামর্শও দিয়েছিলেন। এর আগে দুর্গাপুরে ভোট লুঠ হয়েছিল। কিন্তু এবার তিনি লড়ছেন, তাই এবার কোনওভাবেই ভোট লুঠ করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বরানগরে প্রচারে মুখোমুখি যুযুধান প্রার্থী! দেখা গেল সৌজন্যের ছবি