নয়াদিল্লি: দেশের নির্বাচন কমিশন (Election Commission of India) সম্প্রতি প্রথম ভোটারদের উৎসাহিত করার জন্য শুরু করেছে বিশেষ কর্মসূচি, যার নাম 'মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে' (Mera Pehla Vote Desh Ke Liye) অর্থাৎ 'দেশের জন্য আমার প্রথম ভোট'। নির্বাচনে সচেতন তরুণ প্রজন্মের সর্বজনীন অংশগ্রহণের লক্ষ্যে এই অভিযান। এগিয়ে আসছে ১৮তম লোকসভা নির্বাচন (18th Lok Sabha Election), তার আগে এই কর্মসূচি যুব সম্প্রদায়কে, মূলত প্রথমবার যাঁরা ভোট দেবেন (first-time voters), তাঁদের পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে, উন্নততর দেশ তৈরির লক্ষ্যে অবদানে আগ্রহী করার উদ্দেশ্য নিয়ে শুরু করা হয়েছে। 


সকলকে এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়ে ও যুব সম্প্রদায়কে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার, যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Minister for Information & Broadcasting & Youth Affairs & Sports, Anurag Singh Thakur) প্রকাশ্যে আনেন 'মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে' অ্যান্থেম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর সাম্প্রতিক 'মন কি বাত' ভাষণে প্রথমবারের ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।


নয়া কর্মসূচিকে প্রধানমন্ত্রী মোদির সমর্থন


তাঁর 'মন কি বাত' ভাষণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) প্রথমবার যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের বিপুল সংখ্যায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে উৎসাহিত করার তাৎপর্যের ওপর জোর দিয়েছেন। তরুণদের মধ্যে দায়িত্ববোধ এবং সক্রিয় অংশগ্রহণকে অনুপ্রাণিত করতে চেয়ে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যত গঠনে তাঁরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তুলে ধরে, প্রধানমন্ত্রীর আহ্বান।


 



'মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে' অ্যান্থেম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বান, দেশজুড়ে বিভিন্ন মাধ্যমে সমর্থন লাভ করেছে, যার মধ্যে রয়েছে ক্রীড়া, বিনোদন, ইন্ডাস্ট্রি, ও সোশ্যাল মিডিয়া। এই সম্মিলিত প্রচেষ্টা 'মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে'কে একটি প্রচার অভিযান থেকে জনগণের আন্দোলনে রূপান্তরিত করেছে, যা গণতান্ত্রিক অংশগ্রহণের জন্য ঐক্যবদ্ধ শক্তির প্রতীক।


 






 






একাধিক রাজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, ও অন্যান্য সংস্থা, ইতিমধ্যেই তরুণ ভোটারদের এতে যুক্ত করেছে এবং আসন্ন লোকসভা নির্বাচনে তাঁদের ভোট দেওয়ার অঙ্গীকার করার জন্য তাঁদের একত্রিত করেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।