ঘাটাল: আগামী শনিবার ঘাটাল কেন্দ্রে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আর তার আগে একের পর এক ইস্যুতে ফুঁসছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Ghatal BJP Candidate Hiran Chatterjee)। তবে ডিজিটালাইজেশনের যুগে ভোটের আগে যে কোনও কিছুই চাপা থাকে না। মূলত,কেশপুরে ভোটপ্রচারে গিয়ে সদ্য ট্রোলড হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। 'বাংলায় বলুন..' একে হিরণের সভা চলাকালীন কেশপুরের এক বাসিন্দার কথায় পারদ সপ্তমে। তার উপর আবার সেই ব্যক্তিকে নিয়ে সবুজ আবির পরিয়ে ছবি তুলেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তার উপর আবার শুভেন্দুর পর ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ ২ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানায় ফের ক্ষোভের আগুন উসকে গিয়েছে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন হিরণ। ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু ও হিরণ।  দুদিন বাদেই ভোট এই কেন্দ্রে। এহেন পরিস্থিতিতেই প্রতিক্রিয়া দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব (Ghatal TMC Candidate Deb)।


ওই চেয়েছিল, আমি তো করছিলাম না : দেব


দেব বলেন, শেষ আড়াই-তিন মাস ধরে হিরণ তো অনেক কিছুই বলছে। বাংলার মানুষ জানে, কে সত্যি, কে মিথ্যে বলছে ? আমার এখানে কোনও ভূমিকা নেই। যেভাবেই হোক ফেক অডিওগুলি ভাইরাল করছে। জেতার জন্য যেভাবে প্রচার করছে, কখনও দেবকে খুনী বানিয়ে দিচ্ছে, টাকা নেওয়ার অভিযোগ আনছে। এনিয়ে তো এফআইআর তো হয়েছে।এই যে আমাকে নিয়ে যে ফেক অডিওটি বের করেছে। ওই (হিরণ চট্টোপাধ্যায়) চেয়েছিল, আমি তো করছিলাম না। রাত্রিবেলায় বাড়িতে ফিরে দেখলাম যে, ও বলছে যদি ঘটনাটা মিথ্যে হয়, কেন হিরণের বিরুদ্ধে দেব এফআইআর করছে না ? ওই (হিরণ চট্টোপাধ্যায়) বলেছে এফআইআর করা উচিত। সত্যটাকে সামনে আনা উচিত। সেটাই হয়তো হয়েছে, এখানে আমার কিছু নেই..আমার কোনও মাথা ব্যাথা নেই। ও নিজের মতো করে রাজনীতি করুক। ও যেটা বিশ্বাস করে, সেটাই করছে। আমি বলব ঘাটাল শান্তিপূর্ণ একটি জায়গা। এবং এবারেও শান্তিতেই ভোটটা হবে। উনি বুঝতে পারবেন। আমার বিরুদ্ধে আরোপ লাগানো হচ্ছে। এটা দুঃখজনক। এটুকু বলবো, আর দুদিন বাকি, তারপর এই কেন্দ্রে নির্বাচন, এই অবধি বলে 'শুভেচ্ছা' জানান তিনি। 



আরও পড়ুন, গভীর রাতে ঘুমিয়ে BJP কর্মী, বাড়ির চালে পড়ল পরপর বোমা..


হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু-হিরণ


প্রসঙ্গত, গতকাল কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ। মাঝরাতে পশ্চিম মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে চলে পুলিশি অভিযান। ঘাটালের বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ ২ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা। গতকাল রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। এর পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে কর্তব্যরত পুলিশ অফিসার দাবি করেন, প্রতারণার অভিযোগের তদন্ত করতেই এই অভিযান। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। আর এবার পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু-হিরণ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।