সুনীত হালদার, হাওড়া: ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) চাঞ্চল্য উলুবেড়িয়ার হিরাপুর অঞ্চলের ছোট রামচন্দ্রপুর গ্রামে। গতকাল গভীর রাতে কে বা কারা ওই এলাকার এক বিজেপি কর্মীর বাড়ির চালে দুটি বোমা মারে। বিজেপির অভিযোগ এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। 


গভীর রাতে তখন ঘুমিয়ে BJP কর্মী, আচমকাই পড়ল বাড়ির চালে পরপর বোমা


সোমবার পঞ্চম দফার ভোটে উলুবেড়িয়া লোকসভা আসনে ভোট গ্রহণ শেষ হয়। এরপরই বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনা ঘটে। গতকাল গভীর রাতে উলুবেড়িয়ার হিরাপুর অঞ্চলের ছোট রামচন্দ্রপুর গ্রামে সক্রিয় বিজেপি কর্মী সত্যবান মণ্ডল যখন বাড়িতে ঘুমোচ্ছিলেন সেই সময় কে বা কারা তাঁর টালি চালের বাড়িতে দুটি বোমা ছেড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে টালির চালের বেশ কিছুটা অংশ উড়ে যায়। যদিও কেউ আহত হননি।  এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই বিজেপি কর্মী।


ওই বিজেপি কর্মী, নিজের লোকেদের দিয়ে বোমা মেরে তাঁদের ওপর দোষ চাপাচ্ছেন : তৃণমূল কংগ্রেস


সত্যবান মণ্ডলের অভিযোগ, ভোটের আগে থেকেই তাঁকে স্থানীয় তৃণমূল কর্মীরা নানাভাবে হুমকি দিচ্ছেন। এমনকি ভোটের দিনেও তাঁকে হুমকি দেওয়া হয়। তারপরই গতকালের গভীর রাতের ঘটনা। ওই বিজেপি কর্মীর আরও অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা রয়েছেন। ঘটনার খবর চাউর হতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব ছুটে আসে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের হিরাপুর অঞ্চল সভাপতি শেখ বুরহান আলি বলেন, ওই বিজেপি কর্মী, নিজের লোকেদের দিয়ে বোমা মেরে তাঁদের ওপর দোষ চাপাচ্ছেন। তৃণমূল কংগ্রেস এ ধরণের কাজ করে না। তিনি নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি করেছেন।


আরও পড়ুন, পুলিশি অভিযানের বিরুদ্ধে সরব, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু ও BJP প্রার্থী হিরণ..


প্রসঙ্গত, শুধুই লোকসভা ভোট নয়, বিগত ভোটগুলিতেও হামলা চলেছে। নেতা-কর্মীদের মধ্যেই থেমে নেই সেই হামলা। হামলা হয়ে তাঁদের পরিবারেও। আক্রান্ত হয়েছে বিজেপি-শাসকদল দুই তরফেই। গত পঞ্চায়েত ভোটের সময়েও একাধিক হিংসার ঘটনার সাক্ষী বাংলা। সেবারও গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বিজেপি প্রার্থী। প্রতিবেশিদের চিৎকারে ভেঙেছিল ঘুম। বাইরে বেরিয়ে তাঁকাতেই চমকে উঠেছিলেন। দাউদাউ করে জ্বলছিল হিংসার আগুন বাড়ির একাংশে !    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।