সোমনাথ মিত্র, হুগলি: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Poll 2204) ঘাটালে (Ghatal) এবার তারকাদের লড়াই। বিদায়ী সাংসদ-অভিনেতা দেবকেই ফের ঘাটালে প্রার্থী করেছে তৃণমূল। আর বিজেপির প্রার্থী আর এক অভিনেতা হিরণ। ঘাটালে জোরকদমে চলছে প্রচার। বৃহস্পতিবার ঘাটালে প্রচার সারেন তৃণমূল প্রার্থী দেব (দীপক অধিকারী)।
এদিন দাসপুর ২ নম্বর ব্লকের তেঁতুলতলা বাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে প্রচার শুরু করেন দেব। তারপর নৈহাটি গ্রামে যান তিনি। সেখানে শিব ও শীতলা মন্দিরে পুজো দেন দেব। তারপরে আরিট শীতলা মন্দিরে পুজো দিয়ে বেনাই হয়ে পৌঁছে যান কৈজুড়ি এলাকায়। দেবকে দেখতে রাস্তায় ধারে ভিড় জমান বহু স্থানীয় বাসিন্দা। গাড়ির উপর থেকে তাঁদের অভিবাদন জানান অভিনেতা-প্রার্থী। দেব-এর নামে স্নোগানও শোনা গিয়েছে ভিড় থেকে। কৈজুড়িতে হরিনাম সংকীর্তণে যোগ দেন দেব। দর্শনার্থীদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন।
বৃহস্পতিবার দুপুর থেকে দেবকে (Dev Political Campaign) ঘিরে কার্যত জনস্রোত দেখা গিয়েছে ওই এলাকায়। দেবকে দেখতেও ভিড় জমিয়েছিলেন অনেকে। কোথাও মন্দিরে পুজো দিয়েছেন দেব। কোথাও গাড়ি থেকে নেমে কথা বলেছেন উৎসাহী বাসিন্দাদের সঙ্গে। দেবকে ঘিরে শোনা গিয়েছে অনেক বায়নাও। কেউ তাঁর সঙ্গে সেলফি তুলতে চেয়েছেন, কেউ চেয়েছেন অটোগ্রাফ। সেই আবদার মেটাতেও দেখা গিয়েছে তাঁকে। এভাবেই বৃহস্পতিবার দুপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর দুই ব্লকের একাধিক জায়গায় প্রচার সেরেছেন অভিনেতা দেব।
দাসপুরে দেব বলেন, 'আমি ভোটে দাঁড়াতাম না। কেবলমাত্র মুখ্যমন্ত্রীর জন্যই দাঁড়িয়েছি ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা ভেবে। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, নির্বাচন কমিশনের কাছে কাজ শুরু করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই মাস্টারপ্ল্যানের কাজ হবে। এরপর আপনারাই ভাববেন ভোটটা কাকে দেবেন?'
কদিন আগেই ঘাটালে দেবের বিরুদ্ধে পোস্টার দিয়েছিল বিজেপি। স্কুলের উন্নয়নে টাকা দেবে বলে টাকা দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ তোলা হয়েছিল। পোস্টারে আরও লেখা ছিল যে হিরণ জিতে টাকা দেবে। খাড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়ের ভবনের বেহাল দশা ছিল। সেখানেই পরিদর্শনে এসে মেরামতির জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই টাকা স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছয়নি বলে অভিযোগ তুলে পোস্টার দিয়েছিল বিজেপি। যদিও ওই বিষয়টি নিয়ে দেব জানিয়েছিলেন, বিষয়টি তাঁর মাথায় আছে টাকা দেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ২০০০-এর নোট নিয়ে বড় ঘোষণা RBI-এর! কী হবে ১ এপ্রিল?