কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে সারোগেসি (Surrogacy)-র সঙ্গে পরিচিত হচ্ছে এই সমাজ। তবে সমাজ বলতে অত্যুক্তি হবে, বলা ভাল আধুনিক সমাজ। তবে যে সমাজ 'সারোগেসি' পদ্ধতির সঙ্গে পরিচিত কেবল, আবেগের সঙ্গে নয়? তাঁদের কাছে শুধুই কি এ এক ব্যবসা? একটা 'দুকান' (Dukaan)? এই গল্পই বলতে আসছে নতুন বলিউড ছবি, 'দুকান'। পরিচালনায় সিদ্ধার্থ-গরিমা। 


এই পরিচালক দুটির প্রথম ছবি এটি। তবে বলিউডে যে এটিই তাঁদের প্রথম কাজ এমনটা নয়। এর আগে 'রামলীলা', 'রাবতা', 'টয়লেট এক প্রেম কথা', 'কবীর সিং', 'পদ্মাবত', 'অ্যানিম্যাল'-এর মতো ছবির চিত্রনাট্য লিখেছেন এই জুটি। এই প্রথম একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করতে চলেছেন তাঁরা। কিন্তু এই ছবি বাংলার জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ এই ছবিতে রয়েছেন বাংলার দুই জনপ্রিয় মুখ। সোহম মজুমদার (Soham Majumdar) ও মোনালি ঠাকুর (Monali Thakur)। 


এই ছবির গল্প এমন এক গ্রামকে নিয়ে, যেখানে মহিলাদের প্রধান পেশা 'সারোগেসি'। একজন সারোগেট মায়ের আবেগ, তাকে পরিচয় দেওয়া, পরিচিতি দেওয়া এই সমস্ত বিষয়কেই তুলে ধরা হবে গোটা ছবির মধ্যে। সন্তান জন্ম দেওয়ার পরে সারোগেট-মাকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে হয় সন্তান। বিনিময়ে মোটা টাকা। এটাই তো দস্তুর। কিন্তু তা যদি না হয়? যদি সারোগেট মা নিজেই আবেগে জড়িয়ে পড়ে সেই সন্তানের সঙ্গে? গল্পই বলবে এই ছবি, যেখানে সারোগেট মায়ের তরফ থেকে প্রশ্ন থাকবে, 'তোমরা কি দোকান থেকে বাচ্চা কিনছো?' ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার।


এপ্রিল মাসের ৫ তারিখে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা এই ছবির। এই ছবির প্রচারে সদ্য কলকাতায় এসেছিলেন অভিনেতা সোহম মজুমদার ও পরিচালকদ্বয়। এই ছবি নিয়ে কথা বলেন তাঁরা, নিজেদের ভাবনার কথাও শেয়ার করে নেন। সোহম ও মোনালি ছাড়াও এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে মণিকা পানওয়ার, সিকন্দর খের, হিমানি শিভপুরী, গীতিকা ত্যাগী।


 






আরও পড়ুন: Bengali Serial Phulki: দোলের দিন শালিনীকে 'ফুলকি'-র চ্যালেঞ্জ, পাশে থাকবে রোহিত?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।