কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির (Governor CV Ananda Bose Molestation Case) অভিযোগ বিতর্কে ঘটনার দিনের ফুটেজ দেখানো হয়েছে আজ রাজভবনের তরফে। দুটি ফুটেজ প্রকাশ্যে এনেছে রাজভবন। আর ফুটেজ প্রকাশ্যে আসতেই রাজ্যপালকে বড়সড় প্রশ্নের মুখে রেখেছেন অভিযোগকারিণী (Victim)। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।
আজকে রাজভবনের তরফ থেকে একটি ভিডিও দেখানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আপনি যাচ্ছেন ..ফুটেজটি আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা নিয়ে আপনার কী বক্তব্য ?
অভিযোগকারিণী বলেন, 'দেখুন সিসিটিভি-র টেকনিক্যাল বিষয় নিয়ে আমি তো বলতে পারবো না। তবে পুলিশ আউট পোস্টে আমি যে কাঁদতে কাঁদতে ঢুকছি, ভিডিওটা আপনারা দেখেছেন। এটা খুব হাস্যকর নাটক হয়ে গেল না !? উনি পুলিশকে তদন্ত করতে দিচ্ছেন না, উনি স্টাফদের কথা বলতে দিচ্ছেন না। উনি হঠাৎ করে বলতে সিসিটিভি ফুটেজ দেখাতে চান। সিসিটিভি ফুটেজে কী প্রমাণ হয় ? উনি এই সিসিটিভি ফুটেজটাতে তো আমাকে আরও অসম্মান করলেন।
'ওনার দোষটা ঢাকতে গিয়ে আমার ও পরিবারের অসম্মান করছেন, কতটা নিচে নামবেন উনি ?'
তাঁর কথায়,' মানে ওনার নিজের কুরুচিকর কাজ ঢাকতে গিয়ে উনি আজকে যে, এরকম একটা হাস্যকর নাটক এবং সেই ফুটেজে আমাকে প্রকাশ্যে আনলেন।অভিযোগকারিনীর পরিচয় গোপন রেখে তদন্ত করা উচিত বলে আমার মনে হয়। ওনার দোষের তো কোনও শাস্তি হবে না। এবং ওনার দোষটা ঢাকতে গিয়ে উনি এখন আমার ও আমার পরিবারের এতটা অসম্মান করছেন। কতটা নিচে নামবেন উনি ? এরপর তো আবার নতুন কোনও নাটক-নোংরামি করতে চলেছেন।এই ভিডিও ফুটেজ যারা দেখেছেন, তাঁরা এটা বিচার করবেন।'
আরও পড়ুন, ভোটের সব খবরাখবর রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্য, রয়েছে বুথে গিয়ে ভোট দিতে না পারার আক্ষেপ
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে গতকাল সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা করে রাজভবন। এই ঘোষণার পর আজ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিতর্কে ঘটনার দিনের ফুটেজ দেখানো হয় রাজভবনের তরফে। বিকেল ৫.৩২ মিনিট থেকে বিকেল ৬.৪১ মিনিট পর্যন্ত ফুটেজ দেখিয়েছে রাজভবন। রাজভবনের নর্থ গেটের সামনে লাগানো দুটি ক্যামেরার ছবি প্রকাশ্যে এনেছে রাজভবন। ফুটেজে দেখা গিয়েছে বিকেল ৫.৩২ মিনিটে ওসির ঘরে ঢুকছেন অভিযোগকারিণী। পরে বিকেল ৫.৪০ মিনিট নাগাদ রাজভবনে অ্যাডিশনাল ওসির ঘরে যান অভিযোগকারিণী। বিকেল ৬.৪১ মিনিট পর্যন্ত রাজভবনের অ্যাডিশনাল ওসির ঘরে ছিলেন অভিযোগকারিণী। এই দুটি ফুটেজ প্রকাশ্যে এনেছে রাজভবন। মূলত ঘটনার দিন প্রচুর পুলিশ ছিল রাজভবনে, যেহেতু সেইদিন আসার কথা ছিল প্রধানমন্ত্রীর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।