সমীরণ পাল, বারাসাত : আগামীকাল সপ্তম তথা শেষ দফার ভোট। এই দফায় রাজ্যের যে ৯টি আসনে ভোটগ্রহণ করা হবে তার মধ্যে রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্র। এখানকার হাবড়া বিধানসভা কেন্দ্রের হাবড়া ১ নং ব্লকের হাবড়া হিজলপুকুর উদ্বাস্তু প্রাথমিক স্কুলকে মডেল ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে তুলে ধরছে নির্বাচন কমিশনা। 


এখানে চারটি বুথ থাকছে ২১১,২১২,২১৩ ও ২১8। দেখে মনে হবে না এটি কোনও ভোট গ্রহণ কেন্দ্র। হঠাৎ দেখলে মনে হবে এটি একটি দুর্গাপুজো বা কালীপুজোর কোনও মডেল থিমের প্যান্ডেল। কিন্তু আসলে তা নয়। আসলে এটি লোকসভা ভোটের ভোট গ্রহণ কেন্দ্র। এই মডেল ভোট গ্রহণ কেন্দ্র গড়ে  তুলেছেন হাবড়া বাণীপুরের বাসিন্দা প্রখ্যাত শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। উপকরণ হিসাবে ব্যবহার করেছেন পুরনো তেলের টিন, পুরনো রঙের ড্রাম, গাড়ির চাকা, ছাতা ইত্যাদি। 


এই লোকসভা নির্বাচনে কমিশন প্রতি বিধানসভা কেন্দ্রে ব্লক ভিত্তিক একটি করে মডেল বুথ বেছে নিয়েছে। তেমনি হাবড়া বিধানসভার হাবড়া হিজলপুকুরের এই প্রাথমিক স্কুলে মডেল থিমের ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। ১১ দিন এই মডেল ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করতে সময়  লেগেছে। এই বুথে থাকছে বাচ্চাদের খেলার স্লিপ, শিশুদের ব্রেস্ট মিল্ক খাওয়ানোর ব্যবস্থা।


শেষ দফার ভোট-চিত্র-


কাল শেষ দফার ভোটে (Lok Sabha Election 2024) ৯ টি লোকসভা ও একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোতায়েন থাকছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সাড়ে ৩ হাজারেরও বেশি স্পর্শকাতর বুথে চলবে বিশেষ নজরদারি।


সপ্তম দফায় ভোটে হবে ১৭ হাজার ৪৭০ টি বুথে। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩ হাজার ৭৪৮ টি। মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে ৯৬৭ কোম্পানি। শুধুমাত্র কলকাতায় থাকছে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাসাত পুলিশ জেলা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে ৮১ কোম্পানি করে, বারুইপুরে ১৬০ কোম্পানি, বসিরহাটে ১১৬ কোম্পানি, বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে ৫৯ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১০ কোম্পানি ও সুন্দরবন পুলিশ জেলায় থাকছে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৯টি লোকসভা কেন্দ্র মোটি QRT থাকছে ১ হাজার ৯৫৮টি।  এরমধ্য়ে কলকাতাতেই মোতায়েন থাকবে ৫৯৯টি QRT।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।