কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Elections 2024) আগে ভাঙড়ে সংঘর্ষের (Bhangar clash) ঘটনায় তৃণমূলকে (TMC) তীব্র আক্রমণ করলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি (ISF MLA Nawsad Siddique)। তৃণমূল হামলা চালানোর পর নিজেদের দোষ ধামা চাপা দিতে আইএসএফের দিকে অভিযোগের আঙুল তুলছে বলে অভিযোগ করেন তিনি।


এপ্রসঙ্গে বলেন, "চোর মাচায়ে শোর। তৃণমূল কংগ্রেস আইএসএফের উপর হামলা চালাচ্ছে। আবার নিজেদের দোষ ধামাচাপা দেওয়ার জন্য আইএসএফের উপর দোষ চাপাচ্ছে। গতকাল রাতে তৃণমূল বিধায়ক সওকত মোল্লার সাহেবের বাইক বাহিনী ভাঙড়ের একটি এলাকায় তাণ্ডব চালিয়েছে। আসলে ওরা বুঝতে পেরেছে যে ওখানে একটা ভোটও পাবে না। তাই সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাতে চাইছে।  তবে শুধু ওখানে নয় গোটা ভাঙড়েই ওরা জনসমর্থন হারিয়েছে তা ভালোভাবে বুঝতে পেরেছে। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করে ভোটে জেতার পর যতদিন গেছে ততই ভাঙড়ের বিভিন্ন জায়গায় আইএসএফের জনসমর্থন বেড়েছে। তা দেখতে পেয়ে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা অভিযোগে মামলা দায়ের করছে তৃণমূল। কখনও বোমা ছুঁড়ে কখনও বা নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে আইএসএফ কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করছে। দুঃখের বিষয় আজ কলকাতা পুলিশও নিজেদের সুনামটা ধরে রাখতে পারছে না। তারাও আজ শাসকের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল হামলা চালালেও আইএসএফ কর্মীদের গ্রেফতার করছে, তাঁদের নামে মামলা দায়ের করছে।"


আরও পড়ুন: Lok Sabha Election 2024: যাদবপুরের সিপিএমের পোলিং এজেন্টের স্বামী সহ প্রবীণ নাগরিকদের মারধর, অভিযুক্ত তৃণমূল


সওকত মোল্লাকে চ্যালেঞ্জ জানিয়ে নৌশাদ আরও বলেন, "শান্তিপূর্ণভাবে ভোট হলে শুধু ভাঙড় নয় যাদবপুর লোকসভার একটি বিধানসভাতেও জিততে পারবে না তৃণমূল। সেটা বুঝতে পেরেই গণ্ডগোল করছে। আরও পুলিশ সমস্ত কিছু জানা সত্ত্বেও আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা করছে, তাঁদের গ্রেফতার করছে। কিন্তু, তাতেও আইএসএফের জনসভাগুলোতে লোকের ভিড় বাড়ছে। জনগণ আমাদের সমর্থন করছে। আমরাও লড়াই ছাড়ব না। দুর্নীতিমুক্ত ভাঙড় গড়তে, দুর্নীতিমুক্ত বাংলা গড়তে তৃণমূলের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে সাদা থান, ভোটের আগের দিন চাঞ্চল্য খড়দায়