অরিত্রিক ভট্টাচার্য, দীপক ঘোষ, সন্দীপ সরকার, কলকাতা : চড়ছে বাগযুদ্ধের পারদ। দীর্ঘ হচ্ছে বিতর্কের তালিকা। প্রচণ্ড গরম। প্রচার অবিরত। সেই সঙ্গে ভোটের লড়াইয়ের টেনশন। সব মিলিয়ে সব প্রার্থীদের উপরই পাহাড়প্রমাণ চাপ। আর এরই মধ্যে জনসম্মুখেই বক্তব্য রাখতে গিয়ে মুখের লাগাম হারাচ্ছেন রাজনীতিকরা। এর আগে মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশে আক্রমণ শানাতে গিয়ে আপত্তিকর শব্দ প্রয়োগ করে বিতর্কের কেন্দ্রে উঠে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁরই দলের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর আলোচনা ঘিরে বিতর্ক তুঙ্গে।
রবিবার নদিয়ার কালীগঞ্জে, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে উপস্থিত হওয়ার আগে, মঞ্চ থেকে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে। সভাস্থলের আশপাশে বেশ কয়েকটি বাচ্চাও ছিল। তাঁদের সরাতে বলার সময়ই, আপত্তিকর মন্তব্য করতে শোনা যায় তৃণমূল প্রার্থীকে।
ফের মুখ খুলেই বিতর্কে জড়িয়ে পড়েন মহুয়া। বলেন, ' গেট থেকে সরাও, একবার বলছি। এই লাওয়ারিশ বাচ্চাগুলি কয়েকজন এখানে আছে, সরাও। বাইরে রাখো' । মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্ক কম ছিল না। এবার ভোটের মুখে আক্রমণের নতুন অস্ত্র পেয়ে গেলেন বিরোধীরা। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের পর কটাক্ষের ঝড় ওঠে।
আরও পড়ুন : সপ্তাহের শুরুতেই ঝড়-বৃষ্টি, কালবৈশাখী সতর্কতা কোন কোন জেলায়?
বিজেপি নেতা রাহুল সিন্হা বলেন, 'এটা আমি অবাক হইনি, তার কারণ হচ্ছে যিনি দেশের খবর বিক্রি করে বিদেশ থেকে পয়সা রোজগার করেন, এইরকম দেশদ্রোহী যিনি হবেন তিনি দেশের যারা বাচ্চা আছেন তাদের সম্পর্কে এই ধারণাই পোষণ করবেন। অতএব আমি মনে করি যে যেরকম তার মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে সেরকম।'
দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, 'কল্পনার অতীত। রাজনীতি মানে মূল্যবোধ...। রাজনীতি মানে নীতি-আদর্শ-নৈতিকতার বিষয় নেই। যেমন তৃণমূল, তেমন তার ভাষা।'
অন্যদিকে সাফাই দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, 'কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছেন সেটা নিশ্চিত ভাবে জানা দরকার। তবে হ্যাঁ নিশ্চিত করে যে কোন সচেতন মানুষের শব্দ চয়নের আগে আরেকটু সতর্ক হওয়া দরকার।'
কটাক্ষ,সমালোচনা , বিতর্ক, এতকিছুর পরো রাজনৈতিক নেতা-নেত্রীদের মুখে আদৌ কোনওদিন লাগাম পড়বে কি? প্রশ্নটা থেকেই যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে