সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: 'রাম কবে বিজেপির হল ? রাম সীতা লক্ষণ হনুমানজি সকলের', ভদ্রেশ্বরে হনুমান মন্দিরে পুজো দিয়ে বললেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Hooghly Lok Sabha Candidate Rachana Banerjee)।
'যেখানে যেখানে, রামের পুজো হচ্ছে, আমি সেখানে গিয়ে মাথা ঠেকিয়ে এসেছি'
চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ড থেকে ক্ষ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে আজ প্রচার শুরু করেন রচনা। সেখান থেকে ১৯,২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে পুজো দেন ও জনসংযোগ করেন। প্রচন্ড গরমে বিভিন্ন এলাকায় চলে তাঁর প্রচার। ১৯ নম্বর ওয়ার্ডের একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে রচনা বলেন,' সব মন্দিরে ঘুরে পুজো দিচ্ছি। বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। প্রচন্ড গরমের মধ্যেও যারা আমাকে আশীর্বাদ করছে। তাঁদের ধন্যবাদ জানাই। রাম সীতা লক্ষণ হনুমানজি সকলের এটা বিজেপির কবে থেকে হল ? এরা সবার। আমরা সব ঠাকুরকে পুজো করি। লক্ষ লক্ষ ভগবান ভারতবর্ষে। রাম সীতা লক্ষণ হনুমানজিরও পুজো করি।যেখানে যেখানে, রামের পুজো হচ্ছে আমি সেখানে গিয়ে মাথা ঠেকিয়ে এসেছি।'
ভোটে যুদ্ধের ময়দানে রচনার বিপরীতে লকেট
হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এদিকে তাঁরই বিপরীতে দীর্ঘদিনের বন্ধু তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।দীর্ঘদিন তাঁরা টলিপাড়ায় কাজ করেছেন। একই ছবিতেও তাঁরা সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন।কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে বদলায় ছবি। এবার তাঁরা একে অপরের বিরুদ্ধে লড়ছেন একই লোকসভা কেন্দ্র থেকে। হুগলি লোকসভা কেন্দ্র থেকে শাসকদলের হয়ে এবার নির্বাচনে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। অপরদিকে তাঁরই বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়ে ভোটে যুদ্ধের ময়দানে লকেট চট্টোপাধ্যায় ।
আরও পড়ুন, 'ভোটের দিন উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণ হোক..', কমিশনকে চিঠি নিশীথের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
লোকসভা ভোটের মুখে বিজেডি ছেড়ে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র। আর বিজেপিতে যোগ দিয়েই, রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়- দু'জনকেই শুভেচ্ছা জানালেও, প্রাক্তন স্ত্রীর চেয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়কেই এগিয়ে রাখেন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির 'মুন্নাভাই'। প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানান রচনা। জীবনের পথ আলাদা হয়েছিল আগেই। এবার, লোকসভা ভোটের মুখে বড় সিদ্ধান্ত নিলেন রচনা বন্দ্যোপাধ্য়ায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র। রচনা যখন তৃণমূলের হয়ে লোকসভা ভোটে লড়ছেন, তখন বিজেপিতে যোগ দিলেন সিদ্ধান্ত।