কলকাতা: পয়লা জুন কলকাতা উত্তরে লোকসভা ভোট। ঠিক তার আগেই টালা পার্কে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের (Kolkata North BJP Candidate Tapas Roy) বাড়িতে হামলা। ২টি মোটরবাইক জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের (TMC) দিকেই উঠেছে অভিযোগের তির।


BJP প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাড়িতে 'হামলা'


তারক দাস কাশীপুর মণ্ডলের বিজেপি যুব মোর্চা সভাপতি। অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে তাঁর টালা পার্কের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুড়িয়ে দেওয়া হয় বিজেপি যুব মোর্চা নেতা ও তাঁর ভাইয়ের বাইক। বিজেপি নেতার দাবি, এর আগে একুশের বিধানসভা ভোটের পরেও তিনি তৃণমূলের হিংসার শিকার হন। হামলা-যোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর দাবি, ঘটনার পর তিনিই পুলিশকে খবর দেন। 


লোকসভা ভোট চলাকালীন 'পুলিশি হানা'


অপরদিকে, লোকসভা ভোট চলাকালীন পুলিশি হানা নিয়েও জেরবার বাংলার বিজেপি নেতারা। গতকাল কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ। মাঝরাতে পশ্চিম মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে চলে পুলিশি অভিযান। ঘাটালের বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ ২ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা। গতকাল রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। 


আরও পড়ুন, মাঝরাতে দরজা ভেঙে গ্রেফতার BJP-র মণ্ডল সভাপতি, ভোটের আগে মেদিনীপুরে পুলিশি হানা..


পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে কর্তব্যরত পুলিশ অফিসার দাবি করেন, প্রতারণার অভিযোগের তদন্ত করতেই এই অভিযান। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের তুমুল বাদানুবাদ হয়। আর এবার পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু-হিরণ।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।