সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোটের মুখে এবার ভাটপাড়ায় (Bhatpara) 'সিবিআইয়ের নামে হুমকি ফোন'। মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে ভাটপাড়া পুরসভার উপপ্রধানের স্ত্রীর কাছে আসে হুমকি ফোন। সিবিআইয়ের নাম করে ৪০ লক্ষ টাকা চাওয়া হয়েছে বলে দাবি ভাটপাড়া শহর তৃণমূলের সভাপতির। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন উপ পুর প্রধান। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 'নেপথ্যে অর্জুনের হাত, ভুলে যাবেন না রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ-প্রশাসন', ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে নিশানা পার্থ ভৌমিক, সোমনাথ শ্যামের। 


ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্য়ান ও তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ বলেন,'আমার মেয়ে সকাল বেলা কলেজে গেছে। ১২টার সময় ফোন এসেছে আমার স্ত্রীর ফোনে। ফোন করে বলেছে যে, আপনার মেয়েকে সিবিআই হেফাজতে নিয়েছে। আপনি ৪০ লক্ষ টাকা নিয়ে আসুন। না হলে কিন্তু আমরা আদালতে পেশ করব। মেয়েকে আগে লোকেট করার চেষ্টা করছি। মেয়েও তখন কলেজে ব্য়স্ত ছিল, ফোন তুলতে পারছে না। ওই এক-দেড় ঘণ্টা খুব খারাপ গেছে। তারপরে মেয়েকে লোকেট করলাম, মেয়ে ঠিকই আছে।'


বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিকে ব্য়বহারের অভিযোগে ধারাবাহিকভাবে সরব তৃণমূল। এই প্রেক্ষাপটেই সিবিআইয়ের নাম করে তৃণমূল নেতা ও ভাটপাড়া পুরসভার উপপ্রধান দেবজ্যোতি ঘোষের স্ত্রীকে ফোনে হুমকি ঘিরে ভোটের মুখে তুঙ্গে উঠল তরজা।ব্য়ারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, 'আমি খালি একজন পরাজিত বন্ধুর মুখ দেখতে পাচ্ছি। আমি খালি বলব যারা অর্জুন সিংহের হয়ে এগুলো করছেন ২০২৬ অবধি মাথায় রাখবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় বাংলার মুখ্য়মন্ত্রী। পুলিশ-প্রশাসনটা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে। কে করছেন এগুলো কিন্তু বেরোবে।' 


পাল্টা অর্জুন সিংহ জানিয়েছেন, 'ওকে যদি কেউ ফোন করে থানা, পুলিশ তো ওদের চাকর-বাকর আছে। ওদের দিলে তো দু মিনিটের মধ্য়ে বেরিয়ে যাবে কে ফোন করেছে। পার্থবাবু সাংসদের ভুত দেখে সকাল বেলা উঠে আর রাতে ঘুমোয়।' ইতিমধ্যেই ভাটপাড়া থানায়, বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ভাটপাড়া পৌরসভা তৃণমূলের উপপুর প্রধান দেবজ্যোতি ঘোষ।পাকিস্তানের নাম্বার থেকে ফোন এসেছে বলে জানা গেছে।  ইন্টারনেটের মাধ্যমে ওই ফোনটি করা হয়েছিল। প্রাথমিক অনুমান পুলিশের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খবর পেয়ে দেবজ্যোতি ঘোষের বাড়িতে ছুটে যান তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, জগৎদলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।


আরও পড়ুন, "অভিষেকের মত HS পাশ নই, ওর MBA ডিগ্রিটাও ফেক", ডায়মন্ডহারবারে প্রার্থী হয়েই আক্রমণে BJP-র ববি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।