সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোটের (Lok Sabha Election 2024) আগেই তৃণমূল-ISF সংঘর্ষে (ISF-TMC Clash) উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের দাড়িপুকুর গ্রাম। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের কয়েকজন। স্থানীয়দের দাবি, গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে বচসাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত।
'সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল..'
তৃণমূলের অভিযোগ, পারিবারিক বিবাদে নাক গলান ISF কর্মীরা। তা নিয়েই উত্তেজনা ছড়ায়। ISF-এর পাল্টা অভিযোগ, লোকসভা ভোটে তাদের প্রচারে নামতে দেবে না, গন্ডগোল পাকিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
ISF ও TMC-র মধ্যে সংঘর্ষ দত্তপুকুরে
সামনেই লোকসভা ভোট আর ভোটের আগে আইএসএফ- তৃণমূল মধ্যে বচসা। বচসা থেকে হাতাহাতি হয় দু’পক্ষের মধ্যে। তাতে আহত হয়েছেন বেশ কয়েক জন। ঘটনাটি ঘটেছে উত্তপ্ত উত্তর ২৪ পরগনা জেলার পূর্ব খিকাপুরের অন্তর্গত দাড়িপুকুর গ্রামে। প্রথমে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। আর সেই বচসাকে কেন্দ্র করে শুরু হয় আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ।
ঠিক কী হয়েছিল ?
আইএসএফের অভিযোগ, সামনে লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটে তাদের মাঠে ময়দানে নামতে দেবে না সেই কারণেই এই ধরণের গন্ডগোল পাকাচ্ছে তৃণমূলের কর্মীরা। তাঁরা বলেন ইফতার সেরে চায়ের দোকানে বসেছিলেন আইএসএফ কর্মীরা আর সেখানে একটা গন্ডগোল সৃষ্টি হয় সেখানে শুরু হয় বচসা ও হাতাহাতি। আরে হঠাৎ করে তৃণমূলের কিছু কর্মী সমর্থক এসে তাদের উপর মারধর করে বলে অভিযোগ।
'ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা'
কিন্তু পাল্টা অভিযোগ করেছে শাসকদলের নেতা কর্মীরা। যে দুই ভাইয়ের কথোপকথনের মধ্যে ঢুকে এই সম্পূর্ণ গন্ডগোলটি পাকিয়েছে আইএসএফ কর্মীরা। তারা ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়েছে দত্তপুকুর থানার পুলিশ। দত্তপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন, বেআইনি বাড়ি চিহ্নিত করবে 'অ্যাপ', গার্ডেনরিচেকাণ্ডের পর বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার
প্রসঙ্গত, সম্প্রতি চলতি মাসেই একই ছবি উঠে এসেছিল দক্ষিণ ২৪ পরগনায়। যদিও কারণটা প্রায় একই। সেই প্রচার ঘিরেই। লোকসভা ভোটের দেওয়াল লেখাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল ভাঙড়। অভিযোগ, একে অপরের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়েছিলেন তৃণমূল ও ISF কর্মীরা।এরপর দু'পক্ষের তরফেই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।