কলকাতা  : লোকসভার আসন সংখ্য়ার নিরিখে দেশের মধ্য়ে পশ্চিমবঙ্গের স্থান তৃতীয়। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরই।  তাই বাংলার ফলাফলের ওপর নজর গোটা দেশের। ৪২টি আসনের মধ্য়ে ক'টি কার ঝুলিতে যাবে, তার পুরো ছবিটা পরিষ্কার হবে বিকেলের মধ্যেই। তবে আপাতত যা ট্রেন্ড, তৃণমূল বিজেপিকে পিছনে ফেলেছে অনেকটাই । 


ভোট দেওয়ার পর ভোটাররা কী ভাবছেন, তার ভিত্তিতেই সম্ভাব্য় ফলাফলের আভাস পাওয়ার চেষ্টা করেছিল বিভিন্ন সমীক্ষক সংস্থা। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছিল, গতবার ২২টি আসনে জিতেছিল তৃণমূল, এবার কমে তারা পেতে পারে ১৩ থেকে ১৭ টি আসন। পূর্বাভাস ছিল, বিজেপি ১৮ থেকে বেড়ে একলাফে পৌঁছে যেতে পারে ২৩ থেকে ২৭ টি আসনে। কিন্তু বেলা ১১ টায় দেখা গেল, বিজেপি এগিয়ে মোটে  ৯ টি আসনে। আর তৃণমূল এগিয়ে ৩১টি আসনে। বামেরা এগিয়ে ০টি আসনে। কংগ্রেস এগিয়ে ২টি আসনে। বারবার ভোটের সংখ্যা ওঠা নামায় সিঙ্গল ডিজিটেই নেমে যাচ্ছে বিজেপি। 



  • দেখা গেল বিজেপি তাঁদের শক্ত ঘাঁটিতেই নড়বড়ে অবস্থায়। ধাক্কা খেলেন একের পর এক হেভিওয়েট প্রার্থী। বালুরঘাটে পিছিয়ে গেলেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার। 

  • বসিরহাটে সন্দেশখালির লড়াকু মুখ রেখা পাত্রকে ২৮ হাজারের বেশি ভোটে পেছনে ফেলে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল। এমনকী সন্দেশখালি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রইল তৃণমূল। 

  •  ব্যারাকপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা বিজেপির অর্জুন সিংহও গেলেন পিছিয়ে । ভোটের ঠিক আগে  দল পাল্টে বিজেপিতে এসে টিকিট পেয়ে যান তিনি।  ব্যারাকপুরে ২২ হাজারের বেশি ভোটে এগিয়ে রইলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

  • বিজেপির আরও বড়  ধাক্কা  হুগলিতে লকেটের পিছিয়ে পড়া। রাজনীতিতে নবাগতা রচনার কাছে পিছিয়ে গেলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বড় ব্যবধানে এগিয়ে রইলেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। 

  • আরও একটা বড় ধাক্কা এল কাঁথিতে। পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। কাঁথিতে এগিয়ে রইলেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক।

  • আরও বড় বিষ্ময় ! তমলুকে পিছিয়ে গেলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এগিয়ে গেলেন দেবাংশু ভট্টাচার্য।   

  • অন্যদিকে বর্ধমান-দুর্গাপুরে ২৩ হাজারের বেশি ভোটে পিছিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।

  • কোচবিহারে ১০ হাজারের বেশি ভোটে পিছিয়ে গেলেন বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।  এগিয়ে রইলেন তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া।  

    আরও পড়ুন :


    রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট