Vivo Y200 Pro 5G: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই সিরিজের নতুন ৫জি ফোন। এবার লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০ প্রো ৫জি ফোন। জানা গিয়েছে, একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট রয়েছে ভিভোর এই ফোনে। এর সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। থ্রিডি কার্ভড ডিসপ্লে নিয়ে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০ প্রো ৫জি ফোন। এই ডিসপ্লে অত্যন্ত স্লিম অর্থাৎ সরু। ভিভোর এই নতুন ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। সিল্ক ব্ল্যাক এবং সিল্ক গ্রিন- এই দুই রঙে ভিভো ওয়াই২০০ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। 


ভারতে ভিভো ওয়াই২০০ প্রো ৫জি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে 


এই ফোনের একটিই ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছে। সেই মডেলে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই কনফিগারেশন যুক্ত ভিভো ওয়াই২০০ প্রো ৫জি ফোনের দাম ২৪,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ভিভো ইন্ডিয়ার ই-স্টোর থেকে অনলাইনে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে দেশের নির্দিষ্ট কিছু রিটেল স্টোরে, অফলাইনে। 


ভিভো সংস্থা ঘোষণা করেছে যেসব ক্রেতা এসবিআই কার্ড, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং ফেডেরাল ব্যাঙ্কের কার্ডের সাহায্যে ভিভো ওয়াই২০০ প্রো ৫জি ফোন কিনবেন তাঁরা ২৫০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এছাড়াও থাকছে ইএমআই- এর ব্যবস্থা। সেক্ষেত্রে ক্রেতাদের প্রতিদিন ৪৫ টাকা করে দিতে হবে। এর সঙ্গে থাকছে ফোনের ডিসপ্লে রুপর ভি-শিল্ড প্রোটেকশন এবং ৬ মাসের এক্সটেনডেড ওয়ারেন্টি। 


ভিভো ওয়াই২০০ প্রো ৫জি ফোনের কী কী ফিচার রয়েছে 



  • ৬.৭৮ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো সম্ভব প্রায় ৮ জিবি। 

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- র সাহায্যে এই ফোন পরিচালিত হবে। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • ভিভো ওয়াই২০০ প্রো ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

  • এটি একটি ৫জি ফোন। এখানে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি সাপোর্ট। 


আরও পড়ুন- পোকো সংস্থার প্রথম ট্যাব কি আদৌ লঞ্চ হবে ভারতে? কী কী ফিচার থাকতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।