প্রদ্যোৎ সরকার, নদিয়া: এবারও কৃষ্ণনগর লোকসভা (Krishnanagar Lok Sabha Seat) আসনে মহুয়া মৈত্রের (Mahua Moitra) উপরেই ভরসা রেখেছে তৃণমূল। মহুয়া মৈত্রের সমর্থনে ইতিমধ্যেই কৃষ্ণনগরে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহুয়া মৈত্র নিজেও প্রচারে ঝড় তুলেছেন। ছত্রে ছত্রে বিঁধছেন বিজেপিকে। লোকসভার অন্দরে হোক কিংবা মাঠে-ময়দানের ভাষণে চোখা ভাষণে বিরোধীদের বেঁধার জন্য়ই পরিচিত মহুয়া মৈত্র। তাঁকেই এবার কৃষ্ণনগরে লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রচারে একেবারে অন্যরকম মেজাজে দেখা গেল। রবিবার-ছুটির দিন প্রচারে ঝড় তুললেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (TMC Candidate Mahua Moitra)। কোথাও তিনি ছবি আঁকলেন। কোথাও আবার আবদার মেনে দিলেন অটোগ্রাফ।


রবিবার সকাল এগারোটা নাগাদ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর বিধানসভার দোগাছি পঞ্চায়েতের যাত্রাপুর থেকে প্রচার শুরু করেন মহুয়া মৈত্র। হুড খোলা গাড়িতে শুরু হয় ভোট-প্রচার। দোগাছি বকুল তলায় চলছিল তাঁর শোভাযাত্রা। সেখানে একটি ড্রয়িং স্কুলের সামনে তাঁর রোড শো পৌঁছতেই স্কুল থেকে বেড়িয়ে আসে খুদে পড়ুয়ারা। তাদের কেউ কেউ মহুয়া মৈত্রকে দেখে তাঁর সামনে আঁকার খাতা এগিয়ে দেয়। ছোটদের আবদার মেনে হাতে রঙপেন্সিল তুলে নেন প্রার্থী। ছোটদের খাতায় ছবি এঁকে দেন। কেউ কেউ আবার অটোগ্রাফের আবদারও করেছিল। সেই আবদার মেনে অটোগ্রাফ দিয়েছেন মহুয়া মৈত্র। প্রার্থীকে দেখতে রাস্তার পাশে ভিড় জমিয়েছিলেন উৎসাহীরা। এক জায়গায় দেখা যায়, রাস্তার পাশে পোষ্যকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কেউ কেউ। তাঁদের দেখে এগিয়ে যান মহুয়া মৈত্র। পোষ্যপ্রেমী বলে তাঁর পরিচয় রয়েইছে। প্রচারের ফাঁকে পোষ্য দেখে সবুর করেননি। নিজেই এগিয়ে গিয়ে আদর করেন পোষ্যকে। তরুণী ফ্যানদের আবদার মেটাতে এদিন সেলফিও তুলেছেন প্রার্থী মহুয়া মৈত্র।


সকালে যেমন দোগাছিতে প্রচার করেছেন। তেমনই সন্ধেয় প্রচার সেরেছেন কৃষ্ণনগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নন্দীপুকুর লেনে। প্রচার সেরেছেন ২২ নম্বর ওয়ার্ডের চ্যালেঞ্জ মোড়ে।


কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের মহুয়া মৈত্রের উল্টোদিকে লড়াইয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অমৃতা রায়- যিনি কৃষ্ণনগর রাজপরিবারের বংশধর। ইতিমধ্যেই বিজেপি প্রার্থীকে ফোন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথোপকথন প্রকাশ্যে এসেছে। সেই কথোপকথনের সূত্র ধরে এবার বাংলার ভোটযুদ্ধে আলোচনায় এসেছেন নবাব সিরাজ-উদ-দৌল্লা, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। আবার কদিন আগে আইএসআই-এর কয়েকজন অধ্যাপকের সমীক্ষায় উঠে এসেছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নাকি জিততে পারে বামেরা। এখন প্রচার চলছে, উত্তর মিলবে ৪ জুন।








আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 








 আরও পড়ুন: উত্তরবঙ্গে ঢালাও উন্নয়নের আশ্বাস! কীভাবে? ধূপগুড়িতে বললেন মোদি