সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: অসম থেকে বাংলায় ভোট-প্রচারে আসা দুই বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ উঠল কেশিয়াড়ি থানার পুলিশের (Keshiary Police Station) বিরুদ্ধে। গত ১১ মে থেকে কেশিয়াড়ি বিধানসভা এলাকায় প্রচার করছেন অসমের হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান-সহ ২ জন।
অসম থেকে বাংলায় ভোট-প্রচারে আসা ২ BJP নেতাকে 'হেনস্থা'
অভিযোগ, গতকাল কেশিয়াড়িতে যে হোটেলে তাঁরা ছিলেন সেখানে তিন-তিনবার হানা দেয় পুলিশ। চতুর্থবার এসে কেশিয়াড়ি থানায় তুলে নিয়ে গিয়ে ৯-১০ ঘণ্টা বসিয়ে রাখা হয় দুই বিজেপি নেতাকে। পরে স্থানীয় বিজেপি নেতারা গিয়ে দুই নেতাকে থানা থেকে বার করে মেদিনীপুরে নিয়ে আসেন। বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই পুলিশি হেনস্থা। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
'ওই দুই জনের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা করার চেষ্টা চলছিল'
বাংলায় ভোট-প্রচারে আসা ওই দুই বিজেপি নেতার দাবি, গত ১১ মে থেকে মেদিনীপুর লোকসভার অন্তর্গত কেশিয়াড়ি বিধানসভা এলাকার একটি হোটে থেকে তাঁরা বুথে বুথে প্রচারের কাজ চালাচ্ছিলেন। কিন্তু গতকাল সকাল থেকে আসামের হায়লাকান্দি পৌরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী এবং অপরজন রিঙ্কু দাসকে পুলিশ একাধিকবার হোটেলে এসে জিজ্ঞাসাবাদ চালায়। ব্যাগপত্র-ফোন সহ তাঁদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যেবেলা জানতে পেরে বিজেপির জেলা নের্তৃত্ব যখন সেখানে যায় এবং তাঁরা জানতে পারেন অসম থেকে আসা ওই দুই জনের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা করার চেষ্টা চলছিল বলে অভিযোগ।
পুলিশি হানার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
এখানেই শেষ নয়, পুলিশি হানার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বাংলার বিজেপি নেতারা। গতকাল কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ। মাঝরাতে পশ্চিম মেদিনীপুরে একের পর এক বিজেপি নেতার বাড়িতে চলে পুলিশি অভিযান। ঘাটালের বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ ২ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা। গতকাল রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ।
আরও পড়ুন, বসিরহাটের TMC প্রার্থীর সমর্থনে নেমে তৃণমূলেরই সংঘর্ষ ! উত্তপ্ত হাড়োয়া
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।