বনগাঁ : বনগাঁর সভা থেকে নরেন্দ্র মোদিকে লাগাতার আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির গ্যারান্টিকে প্রতারণা বলে অভিযোগ করলেন তৃণমূলনেত্রী । তৃতীয় দফা ভোটের আগে ভোটদানের হারে প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত তথ্যের হেরফের নিয়ে এবার সন্দেহ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৯ লক্ষ ভোটিং মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছিলেন  তিনি। এর পাশাপাশি, আক্রমণ করতে ছাড়েননি নির্বাচন কমিশনকেও।  আর এবার তাঁর সরাসরি অভিযোগ, চাপড়ায় তৃণমূলে ভোট দিলে ভোট যাচ্ছে বিজেপির পকেটে।  


সভার শুরু থেকেই সন্দেশখালি ইস্যুতে সরব হলেন তিনি। বললেন, 'মা-বোনেদের সম্মান চলে গেলে, আর ফিরে আসে না'। 
ফের একবার মোদি সরকারের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। মুখ্যমন্ত্রী বললেন, 'গ্যারান্টি দিচ্ছেন মোদি, সবাইকে নাকি বিনে পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ?' ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে ১০০দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগে সরব হলেন তিনি। গরিবদের বঞ্চনার অভিযোগে সরব হলেন তিনি। মোদির গ্যারান্টি স্লোগানকে বিদ্রুপ করে তৃণমূলনেত্রীর অভিযোগ, 'রোজ মুখ দেখাচ্ছে, সকাল থেকে রাত-শুধুই নো গ্যারান্টির ছবি'।

চতুর্থ দফা ভোটের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, 'ভোট যা হয়ে গেছে, তাতে আর মোদি থাকছে না'। আরও বড় চাঞ্চল্যকর অভিযোগ তুলে তিনি বললেন, 'ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়েছে বিজেপিতে, চাপড়াতে আমরা হাতেনাতে ধরেছি' ।  মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির তরফে কারও কারও হাতে টাকাও দেওয়া হয়েছে ! 

ফের এবার লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলে বনগাঁর মানুষের কাছে ভোট চাইলেন মমতা । বললেন, একুশের বিধানসভা ভোটের আগে বলেছিলেন, জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করবেন, করেওছেন।একদিকে মোদির গ্যারান্টিকে যেমন ভুয়ো বললেন, তেমন দাবি করলেন 'আমরা যা বলি, তা করি, কথা রাখাটাই সবচেয়ে বড় বিশ্বাসযোগ্যতা'। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, 'লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিতে এলে, কী করতে হয় জানা আছে'। 


তাছাড়াও বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তুললেন চাঞ্চল্যকর অভিযোগ।  নাগরিকত্ব দেওয়ার নামে টাকা তোলা হয়েছে বলে শান্তনুকে আক্রমণ করলেন মমতা। বললেন,  'এখানে যিনি প্রার্থী, সেন্ট্রাল মিনিস্টার ছিলেন। কী করেছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে। কালকেও বলে গেছে মোদি ক্যা আমি করব। মতুয়াদের অধিকার গায়ের জোরে কেড়ে নিতে দেব না। আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে। '

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।