কলকাতা: 'প্রত্যেক বার এখানে ১০-১২ জনের মৃত্যু হয়। এবারের ভোটে এখানে কোনও মৃত্যু হয়নি', কোচবিহারে 'শান্তিপূর্ণ' ভোট হয়েছে বলতে গিয়ে এমনই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের (Nistith Pramanik On Coochbehar Election 2024)। আরও বললেন, 'ভোটে অশান্তির ঘটনা এবার হয়নি।' দিনভর সংবাদমাধ্যমের ক্যামেরায় কোচবিহারের চান্দামারি, সিতাইয়ের বালাডাঙ্গা এবং চামটা চোরখানার ছবি ধরা পড়েছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য, 'ভোটকেন্দ্রে অশান্তির ঘটনা এবার হয়নি।'


যা যা ঘটল...
শুক্রবার, এবিপি আনন্দে-র 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে নিশীথ বলেন, 'ভোটকেন্দ্রে অশান্তির ঘটনা এবার হয়নি। অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন।
কেন্দ্রীয় বাহিনী বুথে মোতায়েন করা হয়েছে। বুথে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।' তাঁর মতে, মানুষের প্রতিরোধেই এই অবাধ ভোট হয়েছে। কিন্তু এদিন দিনভর যে অশান্তির ছবি কোচবিহারে ধরা পড়ল তার বেলা? কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যুক্তি, 'প্রত্যেক বার এখানে ১০-১২ জনের মৃত্যু হয় এখানে। এবারের ভোটে এখানে কোনও মৃত্যু হয়নি।' সেটিই কি হিংসামুক্ত নির্বাচনের মাপকাঠি? বিশেষত যে ভাবে  কী ভাবে এদিনও একের পর অশান্তির ঘটনা শোনা গিয়েছে কোচবিহারে, তার পরও সেখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে এমন কথা বলা যায় কি? এক্ষেত্রে কোচবিহারের বিজেপি প্রার্থীর যুক্তি, 'পুরোপুরি হিংসামুক্ত নির্বাচন করতে হলে তৃণমূলকে বিদায় দিতে হবে। তৃণমূল কংগ্রেস থাকলে ভোটে অশান্তি হবেই।' এই প্রসঙ্গে তাঁর মত, আধা-সামরিক বাহিনীর টহলদারি, 'এরিয়া ডমিনেশন' সঠিক ভাবে হচ্ছে না। এই টহলদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এলাকার আইসি এবং ওসির। সেই কাজটা ঠিকঠাক না হলে বুথ জ্যামের চেষ্টা হতে পারে বলেও মনে করছেন তিনি।   


কোচবিহারের অশান্তি...
ভোট শুরুর পর থেকে একের পর এক অশান্তির খবর এসেছে কোচবিহার থেকে। প্রথমে চান্দামারিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা, তার পর মাথাভাঙায় ক্যাম্প বসানো নিয়ে বিজেপি-তৃণমূল হাতাহাতি। ভোট দিতে এসে শীতলকুচিতে চোখ ফাটার ঘটনা ঘটে এক ভোটারের। সেখানেও তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। কোচবিহারে মাথা ফেটে যায় বিজেপির এক বুথ সভাপতির।। অভিযোগ, গতকাল রাতে বিজেপির বুথ সভাপতি লব সরকার যখন নিজের বুথে যান, সেই সময় তাঁকে রাস্তায় আক্রমণ করে তৃণমূলের লোকজন। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি বিজেপি নেতা। তৃণমূল-বিজেপি চাপানউতোরে সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের চান্দামারি। বিজেপির বুথ সভাপতির মাথা ফাটার পর, বুথে এজেন্ট বসানো নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


 


আরও পড়ুন:বুথে ভুয়ো পোলিং এজেন্ট! ঘাড়ধাক্কা দিলেন পুলিশ পর্যবেক্ষক