মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভোটের আবহে আগুনে পুড়ে গেল বিজেপির পার্টি অফিস।  পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের (Durgapur) এই ঘটনায় চড়েছে রাজনৈতিক পারদ। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। 

প্রবল তাপপ্রবাহের মধ্যে এবার ভোটের পারদও চড়লো দুর্গাপুরে। বিজেপির (BJP) পার্টি অফিস আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো দুর্গাপুরের বিধাননগরের পাম্প হাউস মোড়ের কাছে। আগুনে ভষ্মীভূত হয়ে যায় বিজেপির পার্টি অফিস। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। শুরু হয় আগুন নেভানোর কাজ। নিউ টাউনশিপ থানার পুলিশও আসে ঘটনাস্থলে। ভিড় জমান স্থানীয় বিজেপি কর্মীরা। সেখানেই বিক্ষোভ দেখানো শুরু করেন উত্তেজিত বিজেপি কর্মীরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন পদ্মশিবিরের কর্মীরা। অভিযোগ তোলা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে হার নিশ্চিত জেনেই তৃণমূল সন্ত্রাসের আবহ তৈরি করছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও বিজেপির আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।

ইতিমধ্যে বিজেপির পার্টি অফিসে আগুন লাগার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই ছবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদ আরও চড়ে যায়। বিজেপি নেতৃত্ব জানিয়েছে এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তাঁরা। নিউ টাউনশিপ থানায় জানানো হয়েছে গোটা ঘটনাটি। যদিও দমকল কর্মীরা আগুন লাগার নিশ্চিত কারণ হিসেবে কিছু জানাতে পারেনি। যদি দুষ্কৃতীরা ধরা না পড়ে তাহলে দল লাগাতার আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। সব মিলিয়ে গোটা ঘটনায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর  এলাকায়।

১৩ মে ভোটগ্রহণ রয়েছে বর্ধমান-দুর্গাপুর আসনে। এবার সেখানে হাড্ডাহাড্ডি লড়াই। এবিপি সি ভোটার সমীক্ষায় দেখা গিয়েছে বর্ধমান-দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে কড়া টক্করের পরে শেষ হাসি হাসতে পারেন বিজেপি দিলীপ ঘোষ। এই আসনে গতবার জিতেছিলেন বিজেপির সুরেন্দ্র সিংহ আহলুওয়ালিয়া। খুব সামান্য ভোটের ব্যবধানে তৃণমূলকে হারিয়েছিলেন তিনি। এবার তিনি আসানসোলের প্রার্থী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: 'ভর্তুকিতে শিক্ষা পেয়েছি, দেশকে ফেরানোটাও দায়িত্ব', বললেন UPSC-সফল গৌতম