বাচ্চু দাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, শিলিগুড়ি: 'বডি ল্যাঙ্গোয়েজ মানেটা কী? এখানে দাঁড়িয়ে কি ডিসকো ডান্স করব?' তেলেবেগুনে জ্বলে উঠলেন গৌতম দেব। শিলিগুড়ির মেয়র। কারণ ? 


লোকসভা ভোটের প্রচারে গিয়ে, রাজনৈতিক নেতা-নেত্রীদের ভাষা ব্যবহার ঘিরে বিতর্কের শেষ নেই। ভোটে কি শরীরি ভাষাও কোনও ফ্যাক্টর? বডি ল্যাঙ্গোয়েজও কি হার-জিতের ইঙ্গিত দিয়ে থাকে? তা নিয়েই শুক্রবার শিলিগুড়িতে যুযুধান দুই পক্ষের মধ্যে দেখা দিল তরজা। 


দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট। সকাল সকাল ভোট দিলেন সস্ত্রীক শঙ্কর ঘোষ। আর তারপরই তিনি বললেন, ' পুরো শিলিগুড়ি শহরে, কোথাও যেন মনে হচ্ছে যে, বডি ল্যাঙ্গোয়েজে অন্যদের কোনও উৎসাহ দেখলাম না। অর্থাৎ রাজু বিস্তের জয় কতখানি সুনিশ্চিত আজকে পোল এনভায়রনমেন্ট ডে অর্থাৎ ভোটের দিনে আমি অনুধাবন করলাম।'শঙ্কর আরও বলেন,'বিরোধীদের বডি ল্যাঙ্গোয়েজে এত নিষ্পৃহতা, অবসাদ, ছেড়ে দেওয়ার মানসিকতা আমি আগে কখনও দেখিনি।' 


আর শঙ্কর ঘোষের এই মন্তব্য শুনেই চটে লাল তৃণমূল নেতা ও মেয়র । গৌতম দেব বললেন,'বডি ল্যাঙ্গোয়েজ মানেটা কী? এখানে দাঁড়িয়ে কি ডিসকো ডান্স করব? এটা কোনও পলিসি হল?'তিনি আরও বলেন, 'শঙ্কর পড়াশোনা করেছে, শিক্ষক। আমার মনে হয়, ওর বোধ হয় বিজেপিতে গিয়ে নৈতিক পদচ্যুতি ঘটেছে, মানসিক একটা সমস্যার মধ্যে আছে। সেজন্য এই সমস্ত অপ্রাসঙ্গিক কথাবার্তা। ভোট শুরু হয়েছে সাতটায় কটা বুথে ওদের লোক আছে হিসেব করুক আগে। ' 


এইভাবে তৃণমূল ও বিজেপি যখন একে অন্যকে আক্রমণে ব্যস্ত,তখন সৌজন্যের ছবিও ধরা পড়ল শিলিগুড়িতে। অশোক ভট্টাচার্যকে হোঁটচ খেতে দেখে তড়িঘড়ি এগিয়ে এলেন শঙ্কর। বললেন, তাঁর রাজনৈতিক জীবনে হাতেখড়ি হয়েছে অশোক ভট্টাচার্যের হাত ধরে। তবে এখন তাঁরা ভিন্ন পথের যাত্রী। তাহলেও প্রবীণ বাম নেতা এখনও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের 'গার্জেন'।             


আরও পড়ুন : 


বালুরঘাটে ধুন্ধুমার, বিজেপি মহিলা এজেন্টকে 'মারধর, অশ্লীল উক্তি', প্রতিবাদ সুকান্তর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


২০০৯ থেকেই দার্জিলিং লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে আছে। গতবারও বিপুল ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী রাজু বিস্ত। এবারও কি দার্জিলিং জেলার মানুষ আস্থা রাখবে রাজুতেই ?