কলকাতা: তৃতীয় দফায় ভোটদানের হারের নিরিখে সকাল ৯টা পর্যন্ত সবার প্রথমে বাংলা। এএনআই সূত্রের খবর, নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোটদানের (Polling Percentage) হার ১৪.৬০ শতাংশ। তারপরেই রয়েছে মধ্যপ্রদেশ- সেখানে ভোটদানের হার ১৪.২২ শতাংশ।   


১২ টি রাজ্যে মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election) লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ চলছে।


সকাল ৯টা পর্যন্ত বাংলায় কোথায় কত ভোট:


মালদা উত্তর (Malda North): সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৫%
মালদা দক্ষিণ (Malda South): সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৬%
মুর্শিদাবাদ (Murshidabad): সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৫%
জঙ্গিপুর (Jangipur): সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৭%


দেশের হার কোথায় কত?
অসম: ১০.১২%
বিহার: ১০.০৩%
ছত্তীসগঢ়: ১৩.২৪%
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ: ১০.১৩%
গোয়া: ১২.৩৫%
গুজরাত: ৯.৮৭%
কর্নাটক: ৯.৪৫%
মহারাষ্ট্র: ৬.৬৪%
মধ্যপ্রদেশ: ১৪.২২%
উত্তর প্রদেশ: ১১.৬৩%
পশ্চিমবঙ্গ: ১৪.৬%


 






কোথায় কোথায় ভোটগ্রহণ:
অসমের ৪টি আসনে
বিহারের ৫টি আসনে
ছত্তীসগঢ়ের ৭টি আসনে
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের ২ আসনে
গোয়ার ২টি আসনে
গুজরাতের ২৫টি আসনে
কর্নাটকের ১৪ টি আসনে
মহারাষ্ট্রের ১১টি আসনে
মধ্যপ্রদেশের ৮টি আসনে
উত্তর প্রদেশের ১০টি আসনে
পশ্চিমবঙ্গের ৪টি আসনে


এই তৃতীয় দফায় মোট ১৩০০ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা, যাঁদের মধ্যে ১২০ জন মহিলা। তৃতীয় দফায় ভোট ছিল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে। কিন্তু এই কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। তার বদলে ষষ্ঠ দফায় ২৫ মে সেখানে ভোটগ্রহণ হবে। 


তৃতীয় দফায় বাংলার কোন কেন্দ্রে কত কেন্দ্রীয় বাহিনী?
আজ তৃতীয় দফা, বাংলার ৪ কেন্দ্র- মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট 
বুথে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৩৩১ কোম্পানি কিউআরটি
মুর্শিদাবাদ: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১১৩ কোম্পানি কিউআরটি
মালদা: ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৪৩ কোম্পানি কিউআরটি
জঙ্গিপুর: ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬৩ কোম্পানি কিউআরটি  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: তাড়া খেয়ে কলাবাগানে লুকিয়ে CPIM এজেন্ট! বুথে ভুয়ো এজেন্ট ধরলেন সেলিম