আবীর দত্ত ও উজ্জ্বল মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ: রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দিয়ে তৃণমূল কর্মী নির্দল এজেন্ট সেজে বুথে বসেছেন, এমনই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পালিয়ে ৩ কিলোমিটার দূরে পাশের গ্রাম পাহাড়পুরে একটি কলাবাগানে প্রায় একঘণ্টা লুকিয়ে ছিলেন সিপিএম এজেন্ট মোস্তাকিন শেখ। খবর পেয়ে গ্রামে যান 
সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। এজেন্ট ও কর্মীদের অভয় দিয়ে বুথে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বুথে গিয়ে কাগজপত্র খতিয়ে দেখে ভুয়ো এজেন্টকে বের করে দেন সেলিম নিজে। ভুয়ো এজেন্টের স্বীকারোক্তি, তৃণমূলের তরফে তাঁকে কাগজ দেওয়া হয়েছিল। পরে ওই ভুয়ো এজেন্টকে গ্রেফতার করে পুলিশ। নির্বাচন কমিশন জানিয়েছে, ওই বুথে মক পোলের সময় ২ জন এজেন্ট বসতে চাইছিলেন। নিয়ম মেনে একজনকে বের করে দেন সেক্টর অফিসার। কীভাবে এতক্ষণ নকল এজেন্ট বুথের মধ্যে বসে থাকল, তা নিয়ে প্রশ্ন  তুলেছে সিপিএম।


রানিনগরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। সেখানে একটি বুথের সামনে কোনও নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বুথের সামনে লোক জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। বুথের ১০০ মিটারের সামনেই তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে অনেকে দাঁড়িয়ে রয়েছে, সেখানে ভোটারদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।


পাহাড়পুর, লোচনপুর এলাকায় সমস্য়া হচ্ছে। রাজ্য পুলিশ সশস্ত্র গুন্ডাদের আড়াল করছে বলে অভিযোগ। ওই গুন্ডারা ভোটারদের বুথে আসতে বাধা দিচ্ছে বলে অভিযোগ মহম্মদ সেলিমের। সেখানেই এক বৃদ্ধা মহিলা ভোটার অভিযোগ জানাতে থাকেন মহম্মদ সেলিমকে দেখে। তাঁকে নিয়ে পুলিশের কাছে যান সেলিম। সেখানেই পুলিশের কাছে অভিযোগ করেন ওই বৃদ্ধা। তিনি ভোট দিতে পেরেছেন। পুলিশ জানায়, লিখিত অভিযোগ জমা দিতে হবে। 'একটা বুড়ো লোককে মারল। একটা ছেলে মানুষকে মারল, ধাক্কা দিল', অভিযোগ ওই বৃদ্ধার। তারপরেই যেখান থেকে ওই অভিযোগ উঠেছে সেখানে যান মহম্মদ সেলিম। লোচনপুর জিপিও বুথ নম্বর ৩৯- 'স্ত্রী এজেন্ট। বুথে পৌঁছে দিয়ে বেরিয়ে আসার সময় তাড়া করেছে। ভয় দেখানোর চেষ্টা করছে', অভিযোগ সিপিএম কর্মীর।


একই অভিযোগ অন্যত্রও:
মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় গুধিয়া কাঁকসা হাই মাদ্রাসায় ২৫৪ নম্বর বুথে ভোট-সন্ত্রাসের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।সিপিএমের অভিযোগ, তাদের এজেন্টকে মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় মোটরবাইক। সন্ত্রাসের অভিযোগ উঠলেও, সকাল থেকে গ্রামে কেন্দ্রীয় বাহিনী বা QRT-র দেখা মেলেনি। সিপিএমের এজেন্ট পাশের গ্রাম থেকে আসায় বহিরগত বলে আপত্তি জানান গ্রামবাসীরা, দাবি তৃণমূলের।


রয়েছে উল্টো অভিযোগও:
রানিনগরের মরিচা-নীচুপাড়ায় ১৬৮ নম্বর বুথে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। ২ জনকে আটক করল পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বিধায়ক থেকে সাংসদ হওয়ার দৌড়ে, মোট কত সম্পত্তি জুনের, জানালেন তৃণমূলের তারকা প্রার্থী