কলকাতা: সোমবার চতুর্থ দফার নির্বাচন (Lok Sabha Election 2024 Phase 4 Voting)। ৮ কেন্দ্রে লোকসভা ভোটে ভাগ্য় নির্ধারণ হবে ৭৫ জন প্রার্থীর। যার মধ্যে রয়েছেন একাধিক তারকা প্রার্থীও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বহরমপুর লোকসভা কেন্দ্রে লড়ছেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ ঘোষ।
নজরে চতুর্থ দফার নির্বাচন: ভোটের চতুর্থ দফায় বাংলার ৫ জেলার ৮ লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর, বীরভূমের বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্র, নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট, পূর্ব বর্ধমানের বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান-পূর্ব, পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। ২০১৯ সালে এই ৮ লোকসভা কেন্দ্রে মধ্যে একমাত্র বহরমপুরে জিতেছিল কংগ্রেস। বিজেপির ঝুলিতে ছিল রানাঘাট, বর্ধমান-দুর্গাপুর এবং আসানসোল। পাশাপাশি তৃণমূল জিতেছিল বীরভূম, বোলপুর, কৃষ্ণনগর, বর্ধমান-পূর্ব।
গরু পাচার মামলায় বর্তমানে জেলবন্দি অনুব্রত মণ্ডল। ২০০৯ সালের পর এই প্রথম তৃণমূল জেলা সভাপতির অনুপস্থিতিতে ভোট হচ্ছে। চতুর্থ দফায় নজরে রয়েছে নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রও। ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। খারিজ হয়ে যায় তাঁর সাংসদ পদ। তাঁকেই ফের প্রার্থী করেছে তৃণমূল। কৃষ্ণনগরে এবার বিজেপি প্রার্থী অমৃতা রায়। এই দফায় নজরে মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা কেন্দ্রও। রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। যিনি বিপুল ভোট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।
কোথায় কত বাহিনী মোতায়েন?
৮ লোকসভা কেন্দ্রের মধ্যে মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৫০৭। যার মধ্যে ৩ হাজার ৬৪৭ অতি স্পর্শকাতর বুথ। শতকরা হিসেবে ২৩.৫১ শতাংশ। রাজ্যে এই মুহূর্তে ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। চতুর্থ দফার নির্বাচনে মোট ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ৪৩০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে ভোট কেন্দ্রে। চতুর্থ দফা ভোটে থাকছে ৩৩ হাজার ৪৭১ জন রাজ্য পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: PM Narendra Modi: 'দুর্নীতিবাজরা কান খুলে শুনে রাখো, কেউ বাঁচবে না' বাংলায় এসে হুঙ্কার মোদির