আবির দত্ত, হুগলি: সকাল থেকেই ময়দানে লকেট। তৃণমূল কংগ্রেসকে অল-আউট অ্যাটাকের মুড নিয়েই বেরিয়েছেন সকাল থেকে। বুথ বুথে ঘুরছেন তিনি। সকাল সকালই আইপ্যাকের বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ করছেন তিনি। এরপর তিনি একটি ভোট কেন্দ্রের কাছে ভোট সহায়তা কেন্দ্র দেখে সেখানে ঢুকে যান। সেখান থেকে তিনি শান্তা নামে এক মহিলাকে চিহ্নিত করেন।


লকেট দাবি করেন, তিনি আদতে তৃণমূলের এজেন্ট। তাঁর গলায় ঝুলছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো কার্ড। সঙ্গে সঙ্গে রণং দেবী মূর্তি নেন তিনি। পত্রপাঠ সেখান থেকে ওই মহিলাকে বিদায় করে দেন লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ করেন, এটা তৃণমূল কংগ্রেসের নতুন চাল ! এভাবে ভোট কেন্দ্রের অনতিদূরে ভোট সহায়তা কেন্দ্রের নামে, তারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এরপর নির্বাচন কমিশনে নালিশ করার কথাও বলেন লকেট। 


লকেটের অভিযোগ, নতুন কায়দায় ভোট লুঠ করছে তৃণমূল। ভোটার সহায়তা কেন্দ্রে বসিয়ে রেখেছে এজেন্টদের। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এই অভিযোগ তুলে ধনেখালিতে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে একেক জনকে ধরে বার করলেন লকেট চট্টোপাধ্যায়। ধনেখালির ১১৭ ও ১১৮ নম্বর বুথের ঘটনা।


লকেট বনাম রচনা


সকাল সকালই লকেটের হুঁশিয়ারি, 'আইপ্যাকের লোকেরা টাকার থলি নিয়ে ঢুকেছে, খবর আছে। কিন্তু তাতে কোনও লাভ হবে না।  কোনও খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত ছোঁয়ালেই ব্যবস্থা নেব।' 


অন্যদিকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার ভোটে লড়ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।  বললেন, 'আমি তো টাকা-পয়সার কোনও চিহ্ন দেখতে পাচ্ছি না। যা করেছি খেটে করেছি, দেড় মাস ধরে খাটছি।'  


এক নজরে হুগলি জেলা 


পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। পঞ্চম দফায় মোতায়েন থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। এছাড়াও থাকছে রেকর্ড সংখ্যক QRT। 


আরও পড়ুন :                       


ভোটের সব খবর এক ক্লিকে এখানে 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে    


 সারা ভারতে আজ ভোট কোথায় কোথায় 


লোকসভা ভোটের পঞ্চম দফায় আজ দেশের ৬টি রাজ্যে এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৭টি আসন। পঞ্চম দফায় উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, মহারাষ্ট্রের ৪৮টির মধ্যে ১৩, বিহারের ৪০টির মধ্যে ৫, ওড়িশায় ২১টির মধ্যে ৫, ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে ৩টি আসনে ভোট হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১টি এবং লাদাখের এক মাত্র আসনেও আজ ভোটগ্রহণ।