কলকাতা: সপ্তম দফা ভোটের আগে রাজ্যে এসে ঝড় তুললেন প্রধানমন্ত্রী মোদি। এদিন অশোকনগরে নির্বাচনী প্রচারে নেমে শাসকদলকে একহাত নিয়েছেন তিনি। এরপর সন্ধ্যে নামতেই কলকাতায় মেগা রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করেন তিনি।
এদিন মোদি দিনের শুরুতে জনসভায় বলেন, 'আপনাদের সকলকে আমার প্রণাম। মা কালীকে প্রণাম করে বক্তব্য শুরু করছি। কালীর আশীর্বাদে আমরা সবাই মিলে ঘুর্ণিঝড়ের মোকাবিলা করেছি। দুর্যোগের পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছিলে ভারত সরকার। খুব ভালো কাজ করেছে NDRF রাজ্য সরকারকে সব রকম সাহায্য করছে কেন্দ্র সরকার।উন্নয়নের রাস্তায় এগিয়ে চলেছে ভারত। এর সবচেয়ে মজবুত স্তম্ভ পূর্ব ভারত। গত ১০ বছরে পূর্ব ভারতের উন্নয়নে যত খরচ করেছে গত ৬০ -৭০ বছরে এত খরচ হয়নি।রেল, এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সব ক্ষেত্রে পূর্ব ভারতের যোগাযোগ বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। যার ফলে পূর্ব ভারতে কাজের সুযোগ বাড়ছে। একদিকে পশ্চিমবঙ্গে প্রচুর কয়লা উত্তোলন হয়, একদিকে বিশাল বন্দর এলাকা। '
তিনি আরও বলেন,' এক সময় ভারতে সবচেয়ে বেশি মানুষের কর্ম সংস্থান হত পশ্চিমবঙ্গে। এখন পশ্চিমবঙ্গে বহু কারখানা বন্ধ হয়ে গেছে। পরিযায়ী শ্রমিকের সংখ্য়া বাড়ছে। বাংলা এই অবস্থা কে করল? প্রথমে কংগ্রেস, পরে বামেরা বাংলা লুঠ করেছে। এখন বাংলাকে দুহাতে লুঠছে তৃণমূল। এই তিন দলই বাংলার অপরাধী। পর্দার পিছনে টিএমসি ও বামেরা একই কয়েনের দুই পিঠ। বামেদের ভোট দেওয়া মানে সেই ভোট যাবে তৃণমূলের কাছে।' এদিন মোদির মুখে শোনা যায় রবি ঠাকুরের কথা। 'গুরুদেব বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূণ্য় হউক, পূণ্য় হউক, পূণ্য় হউক হে, পূণ্য় হউক হে ভগবান। আমি উচ্চারণ দোষের জন্য় আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে আপনারাও মানবেন, এই পংক্তিগুলিতে বাংলার মহত্বের প্রতিফলন আছে। দুর্ভাগ্য় হল সিপিএম আর তৃণমূলের রাজনীতি বাংলাকে শেষ করে দিয়েছে।'
অপরদিকে এদিন বিকেলের পর কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে উত্তর কলকাতায় পৌঁছে, প্রথমে বাগবাজারে মায়ের বাড়িতে যান নরেন্দ্র মোদি। সেখানে বেশ কিছুক্ষণ প্রার্থনা করেন তিনি। প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে ফুল, প্রসাদী মালা-সহ বিভিন্ন জিনিস দেওয়া হয়।
বাগবাজার মায়ের বাড়ি অধ্যক্ষ নিত্যমুক্তানন্দ মহারাজ বলেন, এই প্রথম মায়ের বাড়িতে এলেন দেশের কোনও প্রধানমন্ত্রী, আমরা ওঁর জন্য নির্দিষ্ট আসন রেখেছিলাম উনি আমার পাশে বসেন। এরপর শ্যামবাজারে আসেন প্রধানমন্ত্রী। পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে মাল্যদান করেন তিনি। সেখান থেকেই শুরু হয় প্রধামন্ত্রীর মেগা রোড-শো। বিজেপি প্রার্থী তাপস রায় ছাড়াও প্রধামন্ত্রীর পাশে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, OBC সার্টিফিকেট বাতিল ইস্যু : সংবিধান বিরোধী কাজ, TMC-কে তুলোধনা মোদির
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।