সুনীত হালদার,হাওড়া: হাওড়ায় রামনবমীর মিছিলে (Ram Navami 2024) অস্ত্র হাতে দেখা গিয়েছিল বিজেপি নেতা ও কর্মীদের।এরই প্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশ অস্ত্র আইনে সুয়োমোটো মামলা শুরু করল।


রামনবমীর মিছিলে 'আদালতের নির্দেশ অমান্যে' মামলা পুলিশের


ওই দিন হিন্দু সংগঠন রাম সেনার উদ্যোগে মধ্য হাওড়ার খুরুট মোড় থেকে রামরাজাতলা রাম মন্দির পর্যন্ত মিছিল হয়। ওই মিছিলে বিজেপির হাওড়া সদরের প্রার্থী রথীন চক্রবর্তী অংশগ্রহণ করেন। সেই মিছিলে অস্ত্র  প্রদর্শন করা হয়েছিল বলে অভিযোগ আনে পুলিশ। অনুমতি না নিয়ে বেআইনিভাবে অস্ত্র প্রদর্শন হয় মিছিলে। এই মর্মে ব্যাটরা ও চ্যাটারজিহাট থানা নিজে থেকে মামলা করে। যাদের সেদিন অস্ত্র হাতে দেখা গেছিল তাঁদের ছবি দেখে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।


আদালতের নির্দেশ অমান্য করায় পুলিশ মামলা করেছে, এর সঙ্গে শাসকদলের কোনও সম্পর্ক নেই : অরূপ রায়


এই মামলা প্রসঙ্গে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই জানান,' রামনবমীতে অস্ত্র পূজা হয়।বহু জায়গায় অস্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন রামভক্তরা। কিন্তু মধ্য হাওড়ার মিছিলে বিজেপি নেতারা ছিল বলে শাসকদলের নির্দেশে পুলিশ মামলা করেছে। অভিযোগ অস্বীকার করে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন,' আদালতের নির্দেশ অমান্য করায় পুলিশ মামলা করেছে। এর সঙ্গে শাসকদলের কোনও সম্পর্ক নেই।'


আরও পড়ুন, শুভেন্দুর সভা শেষে BJP কর্মীদের উপর হামলা, বাঁশ-লাঠি নিয়ে ছুটে এল প্রায় ১৫০ জন..


কী নির্দেশ দিয়েছিল  হাইকোর্ট ?


মূলত হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল হাইকোর্ট। জমায়েত কমিয়ে শোভাযাত্রার অনুমতি দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত (Justice Joy Sengupta)। নির্দেশ বলা হয়েছিল,  ২০০ জনের জমায়েত নিয়ে শোভাযাত্রায় অনুমতি। বি ই কলেজের ১ নম্বর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত করা যাবে শোভাযাত্রা। কোথাও দাঁড়াবে না মিছিল। কোনও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। কোনওরকম প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। রাজ্য চাইলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত শোভাযাত্রা করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ।  রামের মূর্তি ব্যবহারের জন্য শোভাযাত্রায় একটি গাড়ি রাখার অনুমতি। যদিও, ২০০ জনের বেশিই ভিড় ছিল মিছিলে। কয়েকজনের হাতে ছিল তির-ধনুক। রামমন্দিরের রেপ্লিকা থেকে রামলালার মূর্তি নিয়ে শিবপুর BE কলেজের গেট থেকে শুরু  রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত মিছিল হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।