কলকাতা: পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট (Basirhat Lok Sabha Constituency)। এদিকে ভোটের মুখেই গ্রেফতার হয়েছিলেন সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস । হাইকোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া পেয়েই এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু গ্রেফতারির আগে ঠিক কী কী ঘটেছিল ?  বসিরহাটের নির্বাচনের আগে এবিপি আনন্দ-এর বিশেষ সাক্ষাৎকারে মুখ খুললেন বিজেপি নেত্রী মাম্পি দাস (Sandeshkhali BJP Leader Mampi Das)।  


জেল থেকে বেরিয়েই আপনি বলেছেন, সন্দেশখালির আন্দোলনের মধ্যে কোনও রাজনীতি ছিল না, তাহলে সত্যের জয় হবে, আপনি আশা রাখছেন, সন্দেশখালির মানুষ বিচার পাবে ?


উত্তরে মাম্পি দাস বলেন, 'অবশ্যই। যেদিন থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম, তখন আন্দোলনের মধ্যে কোনও দলই ছিল না। শুভেন্দু অধিকারী যখন প্রথম গিয়েছিলেন, তারপর থেকে ধীরে ধীরে পার্টি এসেছে। তার আগে চাঁদা তুলে, বাড়ির থেকে চাল এনে, যে যেরকম পারি, এই আন্দোলনটা চালিয়েছি।'


 জানুযারিতে ইডির উপর হামলা হল, তারপর থেকে বেরিয়ে আসতে থাকে আপনাদের ক্ষোভ-অসন্তোষ ? সন্দেশখালির মহিলারা যখন ফেব্রুয়ারি মাসে একসঙ্গে বেরিয়ে এলেন। তৃণমূল তখন বলেছিল, বহিরাগতরা এগুলি চক্রান্ত করে করছে। সেসময়ের কথা বলুন-


'দেখুন অত্যাচারটা ২০১৩ সালের পর থেকেই শুরু হয়েছিল। মানুষ আশা দেখছে যে, কখন এই অত্যাচারটা বন্ধ হবে। যখন ইডি ঢুকল, শাহজাহানের বাড়িতে, মানুষ তখন আশায় বুক বেধেছিল, যে এই অত্যাচারের আমরাও প্রতিবাদ করা শুরু করি। এই প্রতিবাদের মধ্যে দিয়েই আন্দোলনটা শুরু হয়েছিল। কোনও রাজনীতি ছিল না। রাজনীতি মুক্ত আন্দোলন ছিল।'


সন্দেশখালিতে প্রতিবাদ জানাতে গিয়ে জেল যেতে হবে, ভেবেছিলেন কোনওদিন ?


মাম্পি দাস বলেন, 'দেখুন সত্যের পথে চললে, কষ্ট আছে। কাঁটা-আগুন সবই আছে। কিন্তু সেগুলি সবই উপেক্ষা করে আমাদের সবাইকে সত্যের সঙ্গে চলতে হবে। আমরা এ রাজ্যে বসবাস করছি। এখানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম, আমরা সবাই জানতাম যে, দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) হয়তো জানতেন না। আমরা দিদিকে আহ্বান জানিয়েছিলাম। দিদি কেন আসেননি। দিদি যদি আসতেন, আমাদের দুঃখ-কষ্টটা দেখতেন, তাহলে দিদির সঙ্গেই থাকতাম। কিন্তু দিদি তা করেননি। নারী হয়ে নারীদের পাশে দাঁড়াননি। '


মাম্পি , আপনার কেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, আপনাদের কথা শুনতে যাননি, মুখ্যমন্ত্রী সন্দেশখালি যাননি ?


'না,দিদি বেশি ভাল বুঝতে পারবেন। দিদি এখন বিধানসভার মধ্যে ঢুকে শাহজাহানকে ক্লিনচিট দিতে পারেন, তো দিদি আমাদের সঙ্গে থাকবেন কেন ?'


আপনারা অভিযোগপত্রের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন ? জানানোর চেষ্টা করেছিলেন ?


'দিদিকে তো আমরা প্রকাশ্যে ভিডিও বানিয়ে ডাকার চেষ্টা করেছি। গ্রামের মায়ের আঁচল পেতে দিদিকে ডাকার চেষ্টা করেছেন। যে আসুন , এসে অন্তত আমাদের অভিযোগগুলি শুনুন। দিদি হয়তো নারী হয়ে, ..ওনার হয়তো মন গলেনি।'


৭ মে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। সেই অভিযোগের ভিত্তিতে ৯ মে FIR দায়ের হল। আপনার বাড়িতে নোটিস দেওয়া হল। সেই নোটিসে কোথাও জামিন অযোগ্য ধারা ছিল না। তাই তো ?


মিথ্যে অভিযোগ। পুলিশমন্ত্রী কে ? মমতা বন্দ্যোপাধ্যায়। তো মিথ্যে অভিযোগে আমাকে ফাঁসানো হল। শুরুর থেকেই আমি গলার কাঁটা ছিলাম। তাই আমাকে সরানোর চেষ্টা করেছে। আন্দোলনকারীদের প্রথমসারিতে আমরা ছিলাম বলে, গলা টিপে মারার চেষ্টা করেছে দিদি(মমতা বন্দ্যোপাধ্যায়)।দিদিকে আমরা কোনওদিন ছাড়বো না। ওনার ভাইপোকেও ছাড়বো না। তার প্রমাণ ভোটবাক্সে দেখিয়ে দেবে পশ্চিমবঙ্গের মানুষ।'


আরও পড়ুন, 'মমতাকে ছাড়ব না..', জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালির BJP নেত্রী মাম্পি দাস


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।