কলকাতা: সান বাংলার (Sun Bangla) দুই জনপ্রিয় ধারাবাহিক 'সাথী' (Sathi) ও 'আকাশ কুসুম'-এ (Akash Kusum) এবার মহাসঙ্গম পর্ব। কবে কখন দেখা যাবে এই বিশেষ পর্ব? কোন দিকে গল্প নেবে নতুন মোড়?


'সাথী' এবং 'আকাশ কুসুম'-এর মহাসঙ্গম পর্ব 


আগামী ২০ মে সান বাংলায় দেখা যাবে এই মহাসঙ্গম পর্ব (Mahasangam Episode)। টানা ১ ঘণ্টার পর্ব হবে এটি। সন্ধ্যা ৭টা থেকে ৮টা দেখা যাবে এই পর্ব। গল্পের মোড় অনুযায়ী, দেববর্মন পরিবার ছেড়ে বেরিয়ে গিয়ে একটা আলাদা স্থানে যাচ্ছে ডালি। সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী এসে তাঁর সম্মানহানির চেষ্টা করে। রক্তিম স্বপ্ন দেখে যে ডালি বিপদে পড়েছে। নিজেকে ডালি বাঁচানোর চেষ্টা করতে থাকে এবং সেই সময় তাঁকে খুঁজতে বের হয় রক্তিম। ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীদের সঙ্গে মারপিট করতে চায় সে। কিন্তু ৪জনের বিরুদ্ধে একা লড়াই করা সম্ভব নয়। হঠাৎই তাঁদের রক্ষা করতে হয় হাজির হয় ইভান। মেখলাও এক দুষ্কৃতীকে সরিয়ে ডালিকে বাঁচায়। ৪ দুষ্কৃতীর বিরুদ্ধে ওরাও ৪জন লড়াই করে নিজেদের বাঁচায়। 


রক্তিম এবার ইভান ও মেখলাকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানায়। প্রথমে ডালি সেখানে যেতে চায় না, কিন্তু অদিতির সুস্থ হয়ে ওঠা পর্যন্ত ডালিকে অপেক্ষা করতে অনুরোধ করে রক্তিম। অন্যদিকে ডালির অনুপস্থিতিতে প্রচণ্ড ভয় পায় শ্রেয়া, আবার মালবিকা অত্যন্ত খুশি হয়। কিন্তু ফের ডালিকে দেখে সে ফুঁসতে থাকে। তখন ডালিকে তাকে নিশ্চিন্ত করে যে অদিতি সেরে উঠলেই সে চলে যাবে। 


আরও পড়ুন: Classical Music Event: অভিনব শাস্ত্রীয় সঙ্গীতের আসর 'উড়ান', কলকাতার মঞ্চ কাঁপাবে একঝাঁক তরুণ প্রতিভা


দেববর্মণ পরিবারে অনুষ্ঠান উদযাপনের আবহ। রক্তিম দেববর্মনের ভাই ঋষভ ও শেখর মুখোপাধ্যায়ের মেয়ে ঝুমের বিয়ে বলে কথা। তাঁদের রিসেপশন পার্টিতে রক্তিম ও ইভান নিজেদের স্ত্রীয়েদের দেখে ফের যেন একবার করে প্রেমে পড়ে। মালবিকা যদিও চায় না ডালি সেখানে থাকুক তাই সৌরভের সঙ্গে ষড়যন্ত্র করে ঝাড়বাতি ফেলতে যায় তার ওপর। যদিও আবারও তাকে রক্তিম ও ইভান বাঁচিয়ে ফেলে। শ্রেয়া ও অদিতি একটা ছায়া সরে যেতে দেখে এবং সকলেই বুঝতে পারে যে এটা কোনও দুর্ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত। এরপর সকলকে ধন্যবাদ জানিয়ে ইভান ও মেখলা চলে যায় এবং ডালি নিজেকে কথা দেয় যে দোষীর মুখোশ সকলের সামনে না খুলে সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।