সুনীত হালদার, ডোমজুড় : নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম রবিবার। আর রবিবাসরীয় প্রচারের এক আলাদা আমেজ থাকে। কারণ, সাপ্তাহিক ছুটির কারণে এদিন বাড়িতে থাকেন বহু সংখ্যক মানুষ। কাজেই আরও বেশি বেশি ভোটারের কাছে দলের বার্তা নিয়ে পোঁছে যাওয়া যায়। ভাল করে প্রচার করা যায়। সেদিকে নজর রেখেই এদিন প্রচার সরালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম তথা বামপ্রার্থী দীপ্সিতা ধরও (Serampore Lok Sabha constituency CPM Candidate Dipsita Dhar) ।
আজ সকালে তিনি ডোমজুড়ের মাকড়দহ থেকে বাঁকড়া বাজার প্রায় ৪ কিলোমিটার পথ দলীয় কর্মীদের নিয়ে মিছিল করেন। এদিন তিনি বিভিন্ন বাজারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচলতি মানুষের সঙ্গে কথা বলেন। মিছিলে বেশ কিছু টোটো দেখা যায়। মাকড়দহ বাজার, কাটলিয়া বাজার, শলপ বাজার এবং বাঁকড়া বাজারে ছোট হাতি গাড়ির ওপর চড়ে তিনি বক্তৃতাও দেন।
এদিন তিনি সরাসরি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস ও বিজেপি... দু'টোই দুর্নীতিগ্রস্ত এবং লুঠেরাদের দল। তাই সাধারণ মানুষের চাকরি, শিক্ষা এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে বামেরা লড়ছে। ১০ বছর হয়ে গেল। টেট প্রার্থীরা রাস্তায় বসে আছেন, এখনও চাকরি পেলেন না। যুব সমাজের ওপর আক্রমণ বেশি হচ্ছে। তাঁর সংযোজন, 'এই লোকসভা কেন্দ্রের তিনবারের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় না। তাঁর মুখের ভাষা সাধারণ মানুষকে লজ্জা দেয়।' এদিন তিনি দাবি করেন, রাস্তায় নেমে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন। সঠিকভাবে নির্বাচন হলে তিনি জিতবেন। দীপ্সিতার সঙ্গে কয়েকশো সিপিএম কর্মী রাস্তায় হাঁটেন।
একনজরে বামেদের প্রার্থীতালিকা-
কোচবিহার- নীতিশচন্দ্র রায় (ফব)
জলপাইগুড়ি- দেবরাজ বর্মন (সিপিআইএম)
বালুরঘাট- জয়দেব সিদ্ধান্ত। (আরএসপি)
কৃষ্ণনগর - এসএম সাদি (সিপিআইএম)
যাদবপুর- সৃজন ভট্টাচার্য (সিপিআইএম)
দমদম- সুজন চক্রবর্তী (সিপিআইএম)
শ্রীরামপুর- দীপ্সিতা ধর (সিপিআইএম)
দক্ষিণ কলকাতা- সায়রা শাহ হালিম (সিপিআইএম)
হাওড়া- সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিআইএম)
হুগলি- মনোদীপ ঘোষ (সিপিআইএম)
তমলুক- সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিআইএম)
মেদিনীপুর- বিপ্লব ভট্ট (সিপিআইএম)
বাঁকুড়া- নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিআইএম)
বিষ্ণুপুর- শীতল কৈব্যর্ত (সিপিআইএম)
বর্ধমান পূর্ব- নীরব খাঁ (সিপিআইএম)
আসানসোল- জাহানারা খান (সিপিআইএম)
আরও পড়ুন ; প্রার্থীতালিকা প্রকাশ বামেদের, আপনার কেন্দ্রে তরুণ মুখ? না কি পুরনোতেই ভরসা বামের?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে