West Bengal News Live: শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রসঙ্গ তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা মমতার

West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..

ABP Ananda Last Updated: 04 Mar 2024 11:54 PM
WB News Live: শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রসঙ্গ তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা মমতার

শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রসঙ্গ তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবহার করলেন গদ্দার, পকেটমারের মতো শব্দবন্ধ। ক্ষমতা থাকলে নাম নিয়ে দেখান! আমাকে যত আক্রমণ করবেন, তত বেশি ভোটে লোকসভায় হারবেন! আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও। 

West Bengal News Live: ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হল একাধিক জেলাশাসককে

ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হল একাধিক জেলাশাসককে। বিরোধীদের অভিযোগের পরই, কড়া হল নির্বাচন কমিশন। এদিকে সন্দেশখালি নিয়ে বসিরহাটের এসপিকে কার্যত তুলোধনা করল নির্বাচন কমিশন। প্রয়োজনে সিনিয়র অফিসারদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হল কমিশনের তরফে। 

WB News Live: সন্দেশখালি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার

সন্দেশখালি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার। যদি তদন্তে স্থগিতাদেশ থাকে তাহলে কীভাবে শেখ শাহজাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হল? কেন জেল হেফাজতে নেওয়া হল না? সরকারকে প্রশ্ন প্রধান বিচারপতির। সন্দেশখালির ঘটনার তদন্তভার নিতে চেয়ে হাইকোর্টে সওয়াল করল সিবিআই। শুনানি শেষে রায়দান স্থগিত। 

West Bengal News Live: তিন ঘণ্টার ব্যবধানে একই রাস্তা সংস্কারের শিলান্যাস করল বিজেপি ও তৃণমূল

দুই ফুলের পথের দাবিতে ব্যাপক চাঞ্চল্য পুরাতন মালদার মহিষবাথানিতে। তিন ঘণ্টার ব্যবধানে একই রাস্তা সংস্কারের শিলান্যাস করল বিজেপি ও তৃণমূল। বেহাল রাস্তার হাল ফিরবে কবে জানেন না কেউ। ভোটের আগে কাজ শুরুর কৃতিত্ব নিতে দুই দলের দড়ি টানাটানি দেখে বিরক্ত গ্রামবাসী।

WB News Live: সন্দেশখালি যেতে এবার বাধা বিজেপির তপশিলি উপজাতি মোর্চার প্রতিনিধি দলকে

সন্দেশখালি যেতে এবার বাধা বিজেপির তপশিলি উপজাতি মোর্চার প্রতিনিধি দলকে। মালঞ্চতেই ব্যারিকেড করে আটকাল পুলিশ। প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ওপর ধর্নায় বসেন বিজেপি বিধায়ক ও ST মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু। শেখ শাহজাহানের গ্রেফতারিতে দীর্ঘসূত্রিতায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: লোকসভা ভোটের আগে জয়ী নির্দল প্রার্থীদের ঘরে ফেরাতে মরিয়া তৃণমূল

লোকসভা ভোটের আগে কোচবিহারে পঞ্চায়েত ও পুরসভায় জয়ী বিক্ষুদ্ধ নির্দল প্রার্থীদের ঘরে ফেরাতে মরিয়া তৃণমূল। শাসকদলে
প্রত্যাবর্তন ঘটেছে কোচবিহার পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। জাতীয় রাজনীতির স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে, পাল্টা দাবি তৃণমূলের।

WB News Live: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সেতু উদ্বোধন ঘিরে বিতর্ক

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সেতু উদ্বোধন ঘিরে তৈরি হল বিতর্ক। সদ্য তৈরি হওয়া কংক্রিটের ব্রিজে লাগানো তৃণমূলের পতাকা খুলে খালের জলে ফেলে দিতে দেখা গেল বিজেপি কর্মীদের। এই ঘটনায় গেরুয়া শিবিরের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাঁর সাংসদ তহবিল থেকে বরাদ্দ টাকায় তৈরি হওয়া সেতুতে পতাকা লাগিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে তৃণমূল, পাল্টা বিঁধেছেন দিলীপ ঘোষ।

WB News Live: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সেতু উদ্বোধন ঘিরে বিতর্ক

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সেতু উদ্বোধন ঘিরে তৈরি হল বিতর্ক। সদ্য তৈরি হওয়া কংক্রিটের ব্রিজে লাগানো তৃণমূলের পতাকা খুলে খালের জলে ফেলে দিতে দেখা গেল বিজেপি কর্মীদের। এই ঘটনায় গেরুয়া শিবিরের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাঁর সাংসদ তহবিল থেকে বরাদ্দ টাকায় তৈরি হওয়া সেতুতে পতাকা লাগিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে তৃণমূল, পাল্টা বিঁধেছেন দিলীপ ঘোষ।

West Bengal News Live: চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্য়ুর অভিযোগে উত্তেজনা ছড়াল আসানসোলে

চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্য়ুর অভিযোগে উত্তেজনা ছড়াল আসানসোলে। নার্সিংহোম ও অভিযুক্ত চিকিৎসকের গাড়িতে ভাঙচুর চালান মৃতের আত্মীয়রা। নার্সিংহোম কর্তৃপক্ষকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। গাফিলতির অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্ত করলেই স্পষ্ট হয়ে যাবে মৃত্যুর কারণ। 

WB News Live: আপাতত স্থিতিশীল বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি

বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজির অবস্থা আপাতত স্থিতিশীল। জানালেন রামকৃষ্ণ মিশন ও মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 

West Bengal News Live: ১০০ দিনের বকেয়া মজুরির দাবিতে নন্দীগ্রামে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ

সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রশাসনিক সভা থেকে ফের ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্য়মন্ত্রী। আর এদিনই ১০০ দিনের বকেয়া মজুরির দাবিতে নন্দীগ্রামে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। যা ঘিরে তুঙ্গে উঠল তরজা। 

WB News Live: আইনসভায় ঘুষ মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ

আইনসভায় ঘুষ মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ। সাংসদ ও বিধায়করা এই সব অভিযোগে দায়ের মামলা থেকে রক্ষাকবচ পাবেন না, জানাল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চের নির্দেশ। ১৯৯৮-এর নির্দেশ সংশোধন করল সর্বোচ্চ আদালত।
এই সংক্রান্ত মামলায় শুনানি চলবে, জানাল সুপ্রিম কোর্ট।

West Bengal News Live: ২০১৬-র উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল সল্টলেক

২০১৬-র উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল সল্টলেক। এসএসসি ভবন অভিযান আটকে দিল পুলিশ। চাকরিপ্রার্থীদের টেনেহিঁচড়ে তোলা হল প্রিজনভ্যানে।

Mamata Banerjee: বাংলায় রেল প্রকল্প নিয়ে মোদির বক্তব্যে নিশানা মমতার

'বাংলায় বেশিরভাগ রেল প্রকল্পই আমার আমলে হয়েছে। আর এখন ফিতে কেটে কৃতিত্ব নিচ্ছে, মিথ্যা বলছে', মোদিকে নিশানা মমতার। 

West Bengal News Live: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বারবার কটাক্ষ কুণাল ঘোষের, বরফ গলাতে 'চায়ে পে চর্চা' ?

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বারবার কটাক্ষ কুণাল ঘোষের, বরফ গলাতে 'চায়ে পে চর্চা' ? আজ সন্ধেয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কুণাল ঘোষের।
'একটু আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, সন্ধে সাতটায় চা খেতে যাব', 'অনিচ্ছাকৃত ভুল, অফিসে ডেসপ্যাচ থেকে চিঠি পাঠাতে ভুল হয়েছে, ফোন করে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়', দাবি কুণাল ঘোষের।

Sandeshkhali Incident: শেখ শাহাজাহানকে হেফাজতে নেওয়া নিয়ে সওয়াল-জবাব

'তদন্তে স্থগিতাদেশ সত্ত্বেও শেখ শাহজাহানকে কীভাবে পুলিশ হেফাজতে নেওয়া হল? কেন শেখ শাহজাহানকে জেল হেফাজতে নেওয়া হল না?', সন্দেশখালি মামলায় রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। 'যদি তদন্তে স্থগিতাদেশ থাকে তাহলে কেন হেফাজতে রাখা হবে?'  সওয়াল শেখ শাহজাহানের আইনজীবীর। 'সিবিআই শেখ শাহজাহানকে হেফাজতে নিতে চায়', তদন্তও সিবিআইকে হস্তান্তর করা হোক, সওয়াল সিবিআইয়ের আইনজীবীর। '১৫ দিন পরে সিবিআই চাইলেও শেখ শাহজাহানকে হেফাজতে নিতে পারবে না', দিন নষ্ট হবে, আদালতে সওয়াল ইডির।

West Bengal News Live: বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা

বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। গতকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। আজ রবীন্দ্র সরণি ও গলফ গ্রিন থানা এলাকার বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন BSF জওয়ানরা। 

WB News Live: ভালোবেসে তৃণমূল কংগ্রেস করি, কোনওদিন দল ছাড়ার কথা ভাবিনি: কুণাল

'ভালোবেসে তৃণমূল কংগ্রেস করি, কোনওদিন দল ছাড়ার কথা ভাবিনি, তৃণমূল কংগ্রেস করি মমতা-অভিষেককে সামনে রেখে, দলের কোনও চিঠির বিষয়ে কোনও কথা বলব না, শোকজের চিঠি এখনও পড়িনি, পরে পড়ব', বললেন কুণাল ঘোষ।

West Bengal News Live: তৃণমূল কংগ্রেস ছাড়লেন তাপস রায়

ব্যর্থ ব্রাত্য-কুণালের দৌত্য, লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছাড়লেন তাপস রায়। বিধানসভায় গিয়ে ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকেও
পয়লা মার্চেই দলীয় সমস্ত পদ থেকে ইস্তফা দেন বরানগরের তৃণমূল বিধায়ক

West Bengal News Live: ভুয়ো ভোটার নিয়ে সরব নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

ভুয়ো ভোটার নিয়ে সরব নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 'ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে না?' ভুয়ো ভোটার নিয়ে ফুল বেঞ্চের প্রশ্নের মুখে একাধিক জেলার জেলাশাসক। 
  

West Bengal News Live: বিজেপির এসটি মোর্চাকে সন্দেশখালি যেতে বাধা

বিজেপির এসটি মোর্চাকে সন্দেশখালি যেতে বাধা। ১৪৪ ধারা দেখিয়ে মালঞ্চতেই আটকে দিল পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর বচসা। কার্যত অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে।

West Bengal News Live: তমলুকে দাঁড়িয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার

'ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেয়নি কেন্দ্র। গদ্দারই এখানে সবথেকে বেশি খেয়েছে, সবথেকে বেশি দুর্নীতি করেছে', তমলুকে দাঁড়িয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
 

West Bengal News Live: আমি ভারাক্রান্ত, সাংবাদিক বৈঠকের শেষে জানালেন তাপস রায়


'শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে এমন কথাও বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন। অথচ আমায় নিয়ে কিছু বলেননি'। আমি ভারাক্রান্ত, সাংবাদিক বৈঠকের শেষে জানালেন তাপস রায়

West Bengal News Live: তৃণমূল বিধায়ক পদ ছাড়ছেন তাপস রায়

লোকসভা ভোটের আগে তৃণমূল বিধায়ক পদ ছাড়ছেন তাপস রায়। তৃণমূল কংগ্রেসও ছাড়ছেন তাপস রায়। 

West Bengal News Live: তৃণমূলের বিধায়ক পদ ছাড়ছেন তাপস রায় ?

'শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে এমন কথাও মুখ্যমন্ত্রী বলেছেন, আমায় কিছু বলেননি', দাদা-ভাইয়ের মধ্যে যা যা কথা হয়, তাই হয়েছে, অনুরোধ করেছি, বৈঠক থেকে বেরিয়ে বললেন কুণাল। আমি তো চাইবই, দাদা যে অবস্থানে ছিলেন, সেখানেই থাকবেন, মন্তব্য কুণাল ঘোষের। সূত্রের দাবি, শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার ফোন করলেও, ধরেননি তাপস রায়।  এই মুহূর্তে তিনি বিধানসভার পথে রওনা দিয়েছেন। তৃণমূলের বিধায়ক পদ ছাড়ছেন তাপস রায় ?

West Bengal News Live: তৃণমূল বিধায়কের বাড়িতে ব্রাত্য বসু ও কুণাল ঘোষ

 


লোকসভা ভোটের আগে কি তৃণমূল ছাড়তে পারেন তাপস রায়? এমনই জল্পনা ঘিরে হইচই পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে। তৃণমূল বিধায়কের বাড়িতে ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। ২ জনের সঙ্গে দীর্ঘ বৈঠক ব্রাত্য বসু, কুণাল ঘোষের। দাদা-ভাইয়ের মধ্যে যা যা কথা হয়, তাই হয়েছে, অনুরোধ করেছি, বৈঠক থেকে বেরিয়ে বললেন কুণাল। আমি তো চাইবই, দাদা যে অবস্থানে ছিলেন, সেখানেই থাকবেন, মন্তব্য কুণাল ঘোষের। সূত্রের দাবি, শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার ফোন করলেও, ধরেননি তাপস রায়। 

West Bengal News Live: কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। গতকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। আজ রবীন্দ্র সরণি ও গলফ গ্রিন থানা এলাকার বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন BSF জওয়ানরা। 

West Bengal News Live:মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে ভূপতিনগর থেকে হাত বোমা উদ্ধার

মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগের দিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে হাত বোমা উদ্ধার। বাজেয়াপ্ত বোমা তৈরির মশলা ও প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের মানিকজোড় গ্রামে মাঠ থেকে উদ্ধার হয়েছে বস্তা বোঝাই প্রায় ১৭ কেজি বিস্ফোরক। অগ্নি নির্বাপণ যন্ত্রও উদ্ধার করেছে ভূপতিনগর থানার পুলিশ। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। বোমা ও বোমা তৈরির মশলা মজুত করার নেপথ্যে কাদের হাত রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal News Live: তৃণমূল ছাড়তে পারেন তাপস রায়?

লোকসভা ভোটের আগে কি তৃণমূল ছাড়তে পারেন তাপস রায়? এমনই জল্পনা ঘিরে হইচই পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে। তৃণমূল বিধায়কের বাড়িতে ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। সূত্রের দাবি, শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার ফোন করলেও, ধরেননি তাপস রায় ।

West Bengal News Live: সুদীপকে আক্রমণ শানালেন কুণাল

ফের জমিদার কটাক্ষ! সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবার আক্রমণ শানালেন কুণাল ঘোষ। দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলে, তার জন্যও যে তিনি প্রস্তুত জানালেন সেকথাও। কুণাল ঘোষের লাগাতার আক্রমণের মুখে এখনও নিরুত্তর কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ। জোড়া ফুল শিবিরের এই ঘরোয়া কোন্দলে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। 

West Bengal News Live: অস্ত্রোপচার করতে গিয়ে রোগী মৃত্যুর অভিযোগ

অস্ত্রোপচার করতে গিয়ে রোগী মৃত্যুর অভিযোগ। আসানসোলের হিলভিউ নার্সিংহোমে চলল ভাঙচুর। মৃত মনোজ রায় রেলের আসানসোল ডিভিশনে টিকিট চেকার হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, ওই রেল কর্মীকে অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের জন্য নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসার গাফিলতিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁদের। এরপরই মৃতের পরিবারের লোকজন নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ। নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও চলে ভাঙচুর। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। মৃতের পরিবারের তরফে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। 

West Bengal News Live: আজ রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য়ে এল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ১৩ জনের দলে রয়েছেন দেশের মুখ্য় নির্বাচন কমিশনার সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা। আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোট ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবে ফুল বেঞ্চ।

West Bengal News Live: আগামী ৬ মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হতে পারে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট

ব্যস্ত সময় হাওড়া থেকে কলকাতা আসতে গিয়ে গলদঘর্ম হওয়ার দিন শেষ হতে চলেছে। আগামী ৬ মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হতে পারে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট। গঙ্গার নীচের এই মেট্রো রুট চালু হলে প্রতিদিন অনেক কম সময় অনেকটা পথ পার করে ফেলতে পারবে শহরবাসী।  

West Bengal News Live: 'জনতার মাঝে ভগবান'

 সৎ মানুষের বিজেপিতে আসাটাই স্বাভাবিক। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানালেন সুকান্ত। জনতার মাঝে ভগবান, সুস্বাগতম পোস্ট কৌস্তভের। 

West Bengal News Live: 'মঙ্গলে ইস্তফা'

 আচমকা অবসরের সিদ্ধান্ত, এবার ভোটের ময়দানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ইস্তফা, তারপরেই অন্য লড়াই। 

West Bengal News Live: বিচারপতি থেকে ভোট-যুদ্ধে

 ভোটের বাংলায় বড় চমক দিতে চলেছে বিজেপি। প্রার্থী হতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ইস্তফা, বৃহস্পতিবার যোগদানের সম্ভাবনা। 

প্রেক্ষাপট


  •  ভোটের বাংলায় বড় চমক দিতে চলেছে বিজেপি। প্রার্থী হতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ইস্তফা, বৃহস্পতিবার যোগদানের সম্ভাবনা। 
     বিচারপতি থেকে ভোট-যুদ্ধে

  •  আচমকা অবসরের সিদ্ধান্ত, এবার ভোটের ময়দানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ইস্তফা, তারপরেই অন্য লড়াই। 
    'মঙ্গলে ইস্তফা'

  •  অবসরের ৫ মাস আগেই ইস্তফা দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিজেপিতে যোগদানের সম্ভাবনা। প্রার্থী হতে পারেন তমলুকে। 
    বৃহস্পতিতে বিজেপিতে?

  •  ভোটের লড়াইয়ে নামার কথা ঘোষণা করেই তৃণমূলকে চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।  
    লড়াইয়ে নেমেই চ্যালেঞ্জ

  •  ভোটে দাঁড়ালেও তৃণমূলের হয়ে নয়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বুঝিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 
    'তৃণমূলের হয়ে নয়'

  •  আগাম অবসরের সিদ্ধান্ত নিয়েই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নিশানায় তৃণমূল। চোরেদের রাজ্য বলে আক্রমণ।  
    'বাংলায় চৌর্য সাম্রাজ্য'

  •   দুর্নীতির বিরুদ্ধে একের পর যুগান্তকারী রায়। হঠাৎ কেন রাজনীতিতে? বুঝিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।  
    'অন্ধকার থেকে মুক্তি চাই'

  •  সৎ মানুষের বিজেপিতে আসাটাই স্বাভাবিক। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানালেন সুকান্ত। জনতার মাঝে ভগবান, সুস্বাগতম পোস্ট কৌস্তভের। 
    'জনতার মাঝে ভগবান'

  •  হঠাৎ আইনের আঙ্গিনা ছেড়ে রাজনীতির ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায়। যেখানেই যান, সেখানেই যেন আমাদের জন্য কিছু করেন, বলছেন চাকরিপ্রার্থীরা। 
    'যেখানেই যান, পাশে থাকুন'

  •  কড়া আক্রমণের পথ থেকে সরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত কুণালের। রায়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন বাবুলের।  
    স্বাগত জানিয়েও কটাক্ষ 

  •  বিচারপতি থেকে ভোটপ্রার্থী। এবার মুক্তি পাবে বিচারবিভাগ, কটাক্ষ তৃণমূলের। বিতর্ক উঠলে জবাব দেব, জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 
    বিচারপতি থেকে ভোটপ্রার্থী

  •  ভোটের মুখে তৃণমূলে ধাক্কা, দল ছাড়ছেন তাপস রায়? সুদীপকে নিয়ে মুখ খোলার পরে জোর জল্পনা। ফোনও ধরলেন না দলের, মান ভাঙাতে বিধায়কের বাড়িতে ১ মন্ত্রী। 
    তৃণমূল ছাড়ছেন তাপস?

  •   ৯দিনে ৪ বার। তৃণমূলের ব্রিগেডের আগের দিনই ফের বাংলায় প্রধানমন্ত্রী। বুধবার বারাসাত, শনিবার শিলিগুড়িতে সভা। ৩০টি সমাবেশের প্রস্তুতি বঙ্গ বিজেপির।
    ভোটের বঙ্গে ফের মোদি

  •  ভোট-উত্তাপ বাড়িয়ে এবার রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মঙ্গলবার পর্যন্ত একাধিক বৈঠক। কলকাতা থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। 
    রাজ্যে 'ফুল বেঞ্চ'

  •  রাশি রাশি অভিযোগ। সাসপেনশনের পরেও সন্দেশখালির ধৃত মাস্টারমাইন্ডের হয়ে তৃণমূল নেতার সওয়াল। (বাইট-শেখ শাহজাহান মানুষের মনের মধ্যেই আছে) 
    'হৃদয়ে' আছে শাহজাহান!

  •  সাংবিধানিক আদালত থেকে এবার মানুষের আদালতে। এজলাসের গণ্ডি ছাড়িয়ে রাজনীতির ময়দানে। আচমকা ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 
     

  •  আচমকা ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবিপি আনন্দর খবরে ভোটের আগে তোলপাড় রাজনীতি। তমলুকে বিজেপির হয়ে ভোটে লড়াই? 
     

  •  কীভাবে দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলেছিলেন বিচারপতি? বিচারপতি থাকাকালীনই ২০২২-এ একান্ত সাক্ষাৎকার। ফিরে দেখা সেই এক্সক্লুসিভ ইন্টারভিউ।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.