কলকাতা: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে আজ একাধিক বড় চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার মধ্যে অন্যতম 'লক্ষ্মীর ভাণ্ডার।' এবার কথা হচ্ছে  এযে শুধু আজই, তা কিন্তু নয়। লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) বছরে পা দিতেই তৃণমূলের প্রায় প্রতিটা সভাতেই এই প্রকল্প নিয়ে বার্তা দিতে শোনা গিয়েছে। তবে 'ক্ষমতায় এলেই এই প্রকল্পের ভান্ডারেই অর্থের পরিমাণ বাড়াবে বিজেপি', সম্প্রতি শোনা গিয়েছে শুভেন্দুর মুখ থেকে। আর এখানেই ভোটের আগে কাহানি মে ট্যুইস্ট।

বলাইবাহুল্য 'কেন্দ্রীয় বঞ্চনা'-য় ফোকাস, নাকি রাজ্যের প্রকল্পকেই তুলে ধরা হবে ? ভোটের আগে  খুবই বুঝে এগোতে হচ্ছে। যার আভাষ ফের এদিন পাওয়া গেল, মথুরাপুর লোকসভা কেন্দ্রের কুলপির জনসভায়, অভিষেকের মুখে। 'কেন্দ্র টাকা না দিলে, টাকা দেবে রাজ্য', এই বক্তব্য়েই থেমে না থেকে, এদিন আরও এগিয়ে গেল শাসকদল (TMC)। অভিষেক বলেই দিলেন 'আবাসের' টাকাও মেটাবে রাজ্য।  এই দর্শনেই তোপ দাগলেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু সাফ বললেন, 'এ রাজ্যে সব প্রকল্পে রাজনীতিকরণ হয়েছে। কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে, সেই টাকা মানুষ পাচ্ছে না। রেশন থেকে শিক্ষক নিয়োগ, সবক্ষেত্রে চুরি হয়েছে।' রাজ্যে কাজ নেই বোঝাতে গিয়ে তিনি বিজেপি শাসিত রাজ্যের ছবি মনে গেঁথে দেন। শুভেন্দুর সংযোজন,'এ রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্যে চলে যাচ্ছেন শ্রমিকরা। এ রাজ্যে কাজ না পেয়ে লক্ষাধিক যুবক বাইরের রাজ্যে চলে গিয়েছেন।'

এদিন বিরোধী জোট নিয়ে একহাত নেন বিরোধী দলনেতা। বলেন 'দুর্নীতিগ্রস্তদের জোট ইন্ডিয়া জোট। তোষণের রাজনীতি করছে তৃণমূল। ইন্ডিয়া জোট গড়ে মোদিকে উৎখাতের ডাক দিয়েছিল। এখন ইন্ডিয়া জোটের লোকেরা নিজেরাই উল্টে গিয়েছেন।' পাশাপাশি, বলেন তিন সপ্তাহের উপরে পার হয়ে গিয়েছে, সিএএ কার্যকরে কারও নাগরিকত্ব গিয়েছে কী ? প্রশ্ন তুলেই তিনি বলেন,'  সিএএ নিয়ে অপপ্রচার করছে তৃণমূল, ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে।'

আরও পড়ুন, বেআইনি বাড়ি চিহ্নিত করবে 'অ্যাপ', গার্ডেনরিচেকাণ্ডের পর বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)