পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভোট আবহে রাজনৈতিক সৌজন্যতার সাক্ষী থাকল বাঁকুড়া (Bankura)। দলীয় কর্মসূচীর মাঝেই অন্যতম প্রতিদ্বন্দী সিপিআইএম কার্যালয়ে ঢুকে ওই দলের এক নেতার সঙ্গে দেখা করলেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। আসন্ন লোকসভা নির্বাচনকে ( Lok Sabha Election 2024) ঘিরে যখন যুযুধান রাজনৈতিক দল গুলি পরস্পর-পরস্পরের দিকে কাদা ছোঁড়াছুঁড়িতে ব্যস্ত তখন এই সৌজন্যের রাজনীতি যথেষ্ট ইতিবাচক বলেই অনেকে মনে করছেন।
সূত্রের খবর, দলের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরুপ চক্রবর্ত্তীর সমর্থণে শুক্রবার নির্বাচনী প্রচারে বিবড়দা বাজার ও গ্রামে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করছিলেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। ঠিক সেই সময় বিবড়দা বাজার সংলগ্ন সিপিআইএম কার্যালয়ের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সেখানে সটান ঢুকে পড়েন তিনি।
ঠিক ওই সময় অন্যান্য দিনের মতো দলের নেতা কর্মীদের সঙ্গে বসে ছিলেন সিপিআইএমের তালডাংরা এরিয়া কমিটির সম্পাদক হারাধন ঘোষ। ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়কে আসতে দেখে তিনি উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। পরস্পর-পরস্পরকে জড়িয়ে ধরে সামান্য সময়ে দু'জনে কথাও বলেন।
পরে এবিষয়ে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিবড়দা বাজারে নির্বাচনী প্রচারের মাঝেই সিপিআইএম কার্যালয়ে কয়েক জনকে বসে থাকতে দেখে ওখানেও ঢুকেছিলাম। কেন্দ্রকে থেকে বিজেপিকে হঠাতে ওঁদেরও আমাদের দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছি। একই সঙ্গে সিপিআইএমের নিজস্ব ভোট এবার তৃণমূল প্রার্থীর দিকেই পড়ুক, এতে অরুপ চক্রবর্ত্তী আরও বেশী ভোটে জিতবেন বলে তিনি আশাপ্রকাশ করেন।
আরও পড়ুন, পা ছুঁয়ে প্রণাম, ভোটের মুখে মুকুল রায়ের বাড়িতে BJP প্রার্থী অর্জুন সিংহ
অন্যদিকে, রাজনৈতিক সৌজন্য নয়, নিজেদের স্বার্থেই তৃণমূল সিপিআইএমের দ্বারস্থ দাবি বিজেপির। 'বিদায়ী' সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী তথা এবারও বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের দাবি, 'মুমুর্ষু সিপিআইএমকে তৃণমূল বাঁচার তাগিদে আবার বাঁচানোর চেষ্টা করছে। সিপিআইএম যেভাবে তৃণমূল বিরোধীতা করে পুরোটাই 'নাটক', তৃণমূলের তরফে ওই দলকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।