কলকাতা: শিক্ষা-সংক্রান্ত মামলায় একের পর এক পর্যবেক্ষণ আর রায়ের জেরে বারবার শিরোনামে উঠে এসেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোট ঘোষণার কিছু আগেই বিচারপতি পদ থেকে অবসর নেন তিনি। যোগ দেন বিজেপিতে। তারপরে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি তাঁকে প্রার্থী করেছে। সম্প্রতি মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সেখানে যা নথি জমা দিয়েছেন-সেখানেই রয়েছে প্রাক্তন বিচারপতি ও অধুনা বিজেপি প্রার্থীর সম্পত্তির হিসেব-নিকেশ।


গত পাঁচ অর্থবর্ষের আয়:
২০২২-২৩ অর্থবর্ষে আয়- ৫৯,৩৫,৫০০ টাকা
২০২১-২২  অর্থবর্ষে আয়- ৪২,১৬,০১৮ টাকা
২০২০-২০২১ অর্থবর্ষে আয়- ৩৮,৮৪,০২১ টাকা
২০১৯-২০২০ অর্থবর্ষে আয়- ৩৫,৬২,৪৪০ টাকা
২০১৮-১৯ অর্থবর্ষে আয়- ৩১,০৬,৩৩৬ টাকা


তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই।


হাতে নগদ:
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর হাতে ছিল ১২০০০ টাকা।


অস্থাবর সম্পত্তির খতিয়ান:


ব্যাঙ্কে জমা নগদ:
হলফনামা পাঞ্জাব ন্যাশনালে একাধিক ফিক্সড ডিপোজিট রয়েছে। UCO ব্যাঙ্কে কুবের যোজনা প্রকল্পে বিনিয়োগ রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউকো ব্য়াঙ্ক, ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ায় সেভিংস অ্যাকাউন্টে টাকা রয়েছে। ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ায় রয়েছে ফিক্সড ডিপোজিট। সব মিলিয়ে ব্যাঙ্কে বিভিন্ন খাতে রয়েছে ২,৯৮,২৮,৩১২ টাকা।


শেয়ার, বন্ড এবং বিভিন্ন খাতে বিনিয়োগ:
কানাড়া ব্য়াঙ্কের শেয়ারে বিনিয়োগ রয়েছে ১,৮৮,৪০০ টাকার।এলাহাবাদ ব্য়াঙ্ক (অধুনা ইন্ডিয়ান ব্য়াঙ্ক)-এর শেয়ার রয়েছে-১,৬৬,৫০০ কোটি টাকার। বিজয়া ব্য়াঙ্কে শেয়ার রয়েছে ৪৬০০ টাকার। ইউনিয়ন ব্যাঙ্কের শেয়ার রয়েছে মোট ৪৬৮০০ টাকার। 
 
ইনস্যুরেন্স পলিসি, NSS ও অন্য খাতে সঞ্চয়:
একাধিক জীবনবিমা পলিসি রয়েছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের। ৩ টি LIC পলিসি রয়েছে- ২০৩৭০০ টাকা, ২০৩৭০০ টাকা এবং ২৯৯৬৮০ টাকার।


ব্যক্তিগত গাড়ি:
হলফনামা অনুযায়ী বিজেপি প্রার্থীর একটি গাড়ি রয়েছে। যার দাম ৫,৮২,৫৮৪ টাকা


গয়না:
২টি দামী পাথর বসানো ২টি আংটি রয়েছে। যার দাম ৭৫০০০ টাকা। 


অন্যান্য সম্পত্তি:
১২,০০,০০০ টাকা মূল্যের আইনের বই রয়েছে।


বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ৩,০৭,২১,১৫২.৩৫ কোটি টাকা।


স্থাবর সম্পত্তির খতিয়ান:


কৃষি জমি:
হাওড়ার ডোমজুড়ে কৃষিজমি রয়েছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এটি। বর্তমান বাজারমূল্য ৬০,৩৪,৪৭২ টাকা। বিজেপি প্রার্থীর নামে কোনও অকৃষি জমি নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রয়েছে বসতি বাড়ি। ঘর ও গ্যারাজ মিলিয়ে মোট ১২৭৮ বর্গফুটের আয়তন। যার বর্তমান বাজারমূল্য ৯৫,০০,০০০ টাকা। 


বিজেপি প্রার্থীর মোট স্থাবর সম্পত্তির মূল্য ১,৫৫,৩৪,৪৭২ টাকা।


ঋণ:
বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের গৃহঋণ রয়েছে ৫০,৭৭,৬৫৪ টাকা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: আজই আসছে বৃষ্টি! ভিজবে বাংলার কোন কোন জেলা?