নয়াদিল্লি: বাংলার 'লক্ষ্মীর ভাণ্ডারে'র অনুকরণে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতার প্রকল্প এনেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। সেই প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মহিলাদের বিশেষ বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল। স্বামী মোদির নাম জপে চললে, স্ত্রীদের স্বামীকে খেতে না দেওয়ার পরামর্শ দিলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে BJP-কে ঠেকাতে এই পরামর্শ শোনা গেল তাঁর মুখে। (Arvind Kejriwal)


২০২৪-'২৫ সালের দিল্লি বাজেটে ১৮ ঊর্ধ্ব সব মহিলাদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। শনিবার সেই নিয়ে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন কেজরিওয়াল, যেখানে দিল্লির মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই মহিলাদের BJP-র মোকাবিলা করার শলা-পরামর্শ দেন তিনি। (Lok Sabha Elections 2024)


ওই অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের উদ্দেশে কেজরিওয়াল বলেন, "এই বাজেটে মহিলাদের হাত শক্ত করতে বড় প্রকল্প এনেছি আমরা। এতদিন নারীর ক্ষমতায়নের নামে জালিয়াতি চলেছে। দলের এক মহিলাকে কিছু দায়িত্ব দিয়ে নারীর ক্ষমতায়নের দাবি করত রাজনৈতিক দলগুলি। আমি এবার থেকে প্রতি মাসে মহিলাদের ব্যাগে ১০০০ টাকা করে দেব। খালি হাতে নারীর ক্ষমতায়ন হয় না। এক পরিবারে যদি তিন জন মহিলা সদস্য থাকেন, তিন জনই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের সূচনার পর, দিল্লির সাতটি আসনই কেজরিওয়ালের বলে শোনা যাচ্ছে।"


আরও পড়ুন: Election Commission: নির্ঘণ্ট প্রকাশের আগেই ইস্তফা নির্বাচন কমিশনারের, এবার কী পদক্ষেপ সরকারের?


কিন্তু নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থাকলে হবে না, BJP-কে রুখতে মহিলাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে জানান কেজরিওয়াল। তাঁর কথায়, "কেজরিওয়াল আসন পাচ্ছেন ধরে নিয়ে বসে থাকবেন না যেন! ওরা বদমায়েশ। EVM-এ কিছু ঘটাতেই পারে। কিন্তু তাতে ১০ শতাংশ ভোটও যদি এদিক ওদিক হয়, ২০ শতাংশ বেশি ভোটের জন্য কাজ করতে হবে। যারা আপনাদের জন্য কাজ করছে, তাদের ভোট দেওয়ার জন্য স্বামী, বাবা, ভাইকে রাজি করানোর দায়িত্ব আপনাদের। স্বামী যদি সারাক্ষণ মোদি মোদি করে, রাতে খেতে দেবেন না। মাথার দিব্যি দিন। এর পর স্ত্রীর কথা না শুনে উপায় থাকবে না।


যে সমস্ত মহিলা BJP-র সমর্থক, তাঁদেরও মন ফেরাতে হবে বলে বার্তা দেন কেজরিওয়াল। তাঁর বক্তব্য, "BJP-কে সমর্থন করেন যে মহিলারা, তাঁদের বোঝান যে, দাদা কেজরিওয়ালই পাশে থাকবেন। বোঝান যে আমি বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছি, বাসের ভাড়া দিতে হচ্ছে না, আবার মাসে মাসে ১০০০ টাকা করেও দিচ্ছি। BJP কী করেছে ওঁদের জন্য? তাহলে কেন BJP-কে ভোট দেবেন? এবার কেজরিওয়ালকে ভোট দিন।"


এখনও পর্যন্ত দিন ক্ষণ ঘোষণা না হলেও, আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। প্রচারে নেমে পড়েছে সব দলই। দিল্লিতে নিজেদের শাসন কায়েম রাখতে চেষ্টায় ত্রুটি রাখছে না আম আদমি পার্টিও। বিশেষ করে মহিলাদের পাশে পাওয়ার চেষ্টায় রয়েছে তারা। সেই আবহেই এমন পরামর্শ দিলেন কেজরিওয়াল।