কলকাতা:  পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারকের তালিকা থেকে কুণাল ঘোষের নাম বাদ দিল তৃণমূল কংগ্রেস (TMC)।

  ভোট ঘোষণার আগে দল ছেড়েছেন তাপস রায় ( কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী) (Kolkata North BJP Candidate Tapas Roy)। সদ্য তাঁকে নিয়ে প্রশংসা করতেও শোনা গিয়েছিল। এমনকি যাকে, প্রায়শই স্ট্যান্ডআপ কমেডির ছোঁয়ায় খোঁচা দিতে দেখা যেত, সেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পারফরম্যান্সের প্রশংসাও করতে শোনা যায় এদিন তাঁকে।  এদিন পদ, তারকা স্টেটাস হারানোর পর এদিন কথা বলতে গিয়ে শাসকদলের এই বর্ষীয়ান নেতার চোখ ভিজে আসতেও দেখা যায়। কেঁদে ফেলেন কুণাল ঘোষ। যদিও এমন পরিস্থিতিতে পদ, তারকা স্টেটাস হারানো কুণাল ঘোষের পাশে শান্তনু সেন (Santanu Sen)। 'দলকে কুণালের অবদান ভুলে গেলে চলবে না', কুণাল ঘোষের (Kunal Ghosh) পাশে দাঁড়িয়ে মন্তব্য তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের।


উল্লেখ্য, তৃণমূলে আর 'তারকা' প্রচারক নন কুণাল ঘোষ। এবার তারকা প্রচারকের তালিকা থেকে কুণাল ঘোষের নাম বাদ দিল তৃণমূল কংগ্রেস। পদ থেকে অপসারণের পর এবার তারকা প্রচারকের তালিকা থেকে বাদ। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রথম চার দফার তারকা প্রচারকের তালিকায় নাম ছিল কুণাল ঘোষের। তৃণমূলের পঞ্চম দফার তালিকায় ৪০ জন তারকা প্রচারক, নাম নেই কুণালের। এদিন কুণালের পাশে থেকেই তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, 'দল বিড়ম্বনায় পড়লেই আমি ও কুণাল ঘোষ বিরোধীদের আক্রমণ শানিয়েছি। কারও বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁর অবদান শেষ হয়ে যায় না। অরাজনৈতিক মঞ্চে বিরোধীদের সঙ্গে দেখা হতেই পারে। সৌজন্য বিনিময় মানেই, সেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করা নয়', কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে মন্তব্য তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের।  


আরও পড়ুন, ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?


এদিন শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সের প্রশংসা শোনা যায় কুণাল ঘোষের মুখে। তিনি বলেন, 'শুভেন্দু সারা রাজ্য ঘুরে পারফর্ম করে চলেছেন। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সকে অস্বীকার করা যায় না। শুভেন্দু বিরোধী দলনেতা হিসেবে পারফর্ম করে বেড়াচ্ছেন। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ কেন অন্য কেন্দ্রে যাচ্ছেন না। শুভেন্দুর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শেখা উচিত। তৃণমূলের লোকসভার দলনেতা কেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন না? শুভেন্দু অধিকারীর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শেখা উচিত', ফের কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা কুণাল ঘোষের। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।