Realme Narzo 70x 5G: রিয়েলমি নারজো ৭০ ৫জি (Realme Narzo 70 5G) ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোন (Realme Narzo 70x 5G)। এই ফোনেও রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনের মতো রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন। এখানে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ডায়নামিক র‍্যামের ফিচার এবং একটি Mini Capsule 2.0 ফিচারের সাপোর্ট। 


ভারতে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনের দাম কত 


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১১,৯৯৯ টাকা। আজ অর্থাৎ ২৪ এপ্রিল সন্ধে ৬টা থেকে ৮টার জন্য এই ফোনের ক্ষেত্রে আর্লি বার্ড সেল রয়েছে। Forest Green এবং Ice Blue- এই দুই রঙে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোন কেনা যাবে। 


রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৪ বেসড realme UI 5.0 skin- এর সাপোর্ট। এর সাহায্যেই পরিচালিত হবে ফোন। 

  • রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ডায়নামিক র‍্যাম ফিচার। 

  • রিয়েলমির এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের শুটার। আর ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনে একটি মিনি ক্যাপস্যুল ২.০ ফিচার রয়েছে। এটি থাকে ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরা সেনসরের পাশে। এখানে দেখা যাবে ব্যাটারি ওয়ার্নিং এবং চার্জিং স্টেটাস। 

  • রিয়েলমি নারজো ৭০ ৫জি ফোনের মতো এই মডেলেও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি ফোনে। এই ডিভাইসের ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৭০ ৫জি, দাম কত এই ফোনের, কী কী ফিচার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।