উত্তর দিনাজপুর: রায়গঞ্জের সভায় এদিন ফের মোদির মুখে উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ। চব্বিশের লোকসভা ভোটে সন্দেশখালি (Sandeshkhali Incident) যে নিঃসন্দেহে অন্যতম বড় ইস্যু, তা বলার অপেক্ষা রাখে না। জমি দখল থেকে নারী নির্যাতনের একের পর এক ভয়াবহ অভিযোগ ইতিমধ্যেই উঠেছে সেখানে। তাই সবদিকেই এবার নির্বাচনে হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে এটিও একটি। এবার বসিরহাটে রেখা পাত্রকে লোকসভা ভোটর টিকিট দিয়েছে বিজেপি (BJP Candidate Rekha Patra)। ১৯ এপ্রিল থেকেই বাংলার মানুষ নিজেদের মতামত জানানো শুরু করবেন। আর তার ঠিক আগে এদিন ফের প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, সন্দেশখালির ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে।'
মোদি এদিন আরও বলেন,'তৃণমূল প্রকাশ্যে অত্যাচার করেছে। সন্দেশখালি গুণ্ডা-মাফিয়ারা মহিলাদের ওপর অত্যাচার করেছে, অত্যাচারের অনুমতি কে দিয়েছে ? সন্দেশখালির অত্যাচারিতদের সাহায্য করতে চাইলেও বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই অপরাধের সাজা পেতে হবে তৃণমূল কংগ্রেসকে।মমতাদিদির সরকারের আমলে আমাদের বোন-মেয়েরা সুরক্ষিত নয়। সন্দেশখালির ঘটনা পুরো দেশ ও দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। আমাদের বোন-মেয়েদের সঙ্গে তৃণমূলের লোকেরা প্রকাশ্যে অত্যাচার করত। তাঁদের গোলাম করে রাখা হত। এমন এমন ঘটনা, যা সভ্য সমাজ কল্পনাও করতে পারবে না।'
সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনার,তদন্তে মঙ্গলবার বসিরহাটের পুলিশ সুপারের অফিসে এল CBI। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন SP-অফিসে আসেন CBI-এর তদন্তকারীরা।সূত্রের দাবি, ন্যাজাট থানার মামলায়, বাজেয়াপ্ত করা দাবিদারহীন কোনও সামগ্রী রয়েছে কি না, জানতে চেয়ে নোটিস দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পুলিশ সুপার সেই সময় অফিসে ছিলেন না। উপস্থিত আধিকারিকের হাতে নোটিস দেয় CBI। এরপর, রাজবাড়ি ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে একাধিক সাক্ষীকে হাজিরার নোটিস দেওয়া হয়। আর, এদিনই রায়গঞ্জের সভা থেকে সন্দেশখালির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন, ‘ফলাফল একুশের তুলনায় ভালো হবে’ তমলুকে গিয়ে ঘোষণা অভিষেকের, আস্থা সংগঠনে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)