নদিয়া: ফের মর্মান্তিক ঘটনা এ রাজ্যে। লোকসভা ভোটের আগে নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূলকর্মী খুন (TMC Leader Murder Case)। নিহত তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী জাহিদুল শেখ। 


দোরগড়ায় লোকসভা ভোট। ঠিক তার আগেই ফের রক্তাক্ত নদিয়ার নাকাশিপাড়া। এর আগেও নৃশংসখুনের ঘটনা ঘটেছে এই জেলায়। ভোট ঘোষণার আগেই। রাত ১০টায় বাজার থেকে বাড়ি ফেরার সময় ধারাল অস্ত্রের কোপ। গাড়ি থেকে নামিয়ে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন, আহত স্ত্রীও। তৃণমূলকর্মীর গাড়িচালককেও কোপ। শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি তৃণমূলকর্মীর স্ত্রী ও গাড়িচালক। 


সম্প্রতি লোকসভা ভোটের মুখে ডায়মন্ড হারবারে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীর বিরুদ্ধে। তৃণমূল কর্মী কৌশিক জানার মা পার্বতী জানা মশাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য়া। গুরুতর জখম অবস্থায় আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর অভিযুক্ত বিজেপি কর্মী নবকুমার নস্করকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তৃণমূল পঞ্চায়েত সদস্যার অভিযোগ ছিল, তাঁর ছেলেকে মাঝেমধ্যেই হুমকি দিয়েছিলেন ওই বিজেপি কর্মী। অভিযোগ ছিল, মশাট বাজারে দু’জনের বচসা চলাকালীন তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ছিলেন ওই বিজেপি কর্মী। যদিও বিজেপির দাবি, ব্যক্তিগত কারণে বচসার জেরে এই ঘটনা। ভোটের মুখে বিজেপিকে টেনে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। 


বীরভূমের মহম্মদবাজারে তৃণমূল নেতাকে খুন করে পাথর খাদানে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছিল। সিউড়ির বাসিন্দা তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বীরভূম জেলার সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নিখোঁজ ছিলেন। তাঁর কাকা সাবের আলি খান সাঁইথিয়া ব্লকের তৃণমূল সভাপতি। তাঁর অভিযোগ ছিল, মহম্মদবাজার এলাকায় ২৫-৩০ বিঘা জমি পাথর খাদানের জন্য লিজ নেওয়া হয়েছিল। আরও কিছু জমি লিজ নেওয়ার কথা চলছিল। তা নিয়ে বিরোধের জেরেই INTTUC নেতাকে খুন করে দেহ পাথর খাদানে মাটি চাপা দেওয়া হয়। এরপরেই তদন্তে নামে মহম্মদবাজার থানার পুলিশ। পাশাপাশি আরও একটি খুনের ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগনা। সম্প্রতি অশোকনগরের গুমায় তৃণমূলের উপপ্রধান খুনে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


আরও পড়ুন, মন্ত্রিত্ব বড় কথা নয়, আমি জিতব না, বিজেপি পরিবার জিতবে : নিশীথ প্রমাণিক


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)